Hooghly News: ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠক

Last Updated:

রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান ডেঙ্গুর গ্রাফকে রুখতে বুধবার সন্ধ্যায় হুগলির জেলা শাসক দপ্তরে একটি যুদ্ধকালীন ভিত্তিতে বৈঠক করা হয়। বৈঠক শেষে জেলা শাসক জানান, হুগলি জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

#হুগলি : রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান ডেঙ্গির গ্রাফকে রুখতে বুধবার সন্ধ্যায় হুগলির জেলা শাসক দপ্তরে একটি যুদ্ধকালীন ভিত্তিতে বৈঠক করা হয়। বৈঠক শেষে জেলা শাসক জানান, হুগলি জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। তবে যে সব এলাকায় সংক্রমণ বেশি সেই জায়গা গুলোকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক পি দীপাপ প্রিয়া, শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী,সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া, সহ পুরসভা ও গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের প্রতিনিধিরা।
শ্রীরামপুর, উত্তরপাড়া, রিষড়া, ডানকুনি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর পুরসভা এলাকা। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর ও রিষড়া, চন্ডীতলার মশাট, শিয়াখালা, মগড়ার, দেবানন্দপুর, ব্যান্ডেল, পোলবার সুগন্ধা, রাজহাট,বলাগড়ের শ্রীপুর ও জিরাট, খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েত হটস্পট। এই সব এলাকার জন প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মিদের ডেঙ্গি মোকাবিলায় কী করনীয় তার দিক নির্দেশ দেওয়া হয় বৈঠকে। জেলা শাসক জানান, রিভিউ মিটিং এ আলোচনা হয়েছে।
advertisement
advertisement
গত দু সপ্তাহে কিছুটা নিয়ন্ত্রনে আছে ডেঙ্গি। পুজোর পর কিছুটা বেড়েছিল। একটু সচেতন হলে সতর্ক হলে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে। জ্বরের রোগীদের খোঁজ নিয়ে তাদের উপর নজর রাখতে বলা হয়েছে। হটস্পট এলাকায় স্বাস্থ্য শিবির করতে বলা হয়েছে। শহরাঞ্চলে যেখানে ডেঙ্গির প্রকোপ বেশি সেখানে মোবাইল ভ্যান ঘুরে ঘুরে পরীক্ষা করবে। যেখানে মানুষের ভিড় বেশি, বাজার এলাকা সেখানে প্রচারে জোর দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় আহত তিন
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া বলেন, আক্রান্ত এখনও ছয় হাজার ছোঁয়নি। রোজ আশিটার মত আক্রান্তের খোঁজ মিলছে। পরীক্ষা বাড়ানো হয়েছে। ফিভার ক্লিনিক ১৮ টা ব্লক হাসপাতালে চলছে। হটস্পট এলাকা গুলোতে যদি কারও জ্বর হয়, তিন দিনের মধ্যে রক্ত পরীক্ষা করতে হবে। এলাইজা পদ্ধতিতে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে সব হাসপাতালে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে প্রশাসনিক বৈঠক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement