Hooghly News: জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির দুর্ঘটনায় আহত ৩
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
দুর্গাপুর জাতীয় সড়কের সিঙ্গুরে দুটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় আহত তিনজন। বুধবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে বর্ধমান-ডানকুনি লেনের এলকায়। ঘটনাস্থলে পৌঁছায় সিঙ্গুর থানার পুলিশ।
#হুগলী : দুর্গাপুর জাতীয় সড়কের সিঙ্গুরে দুটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় আহত তিনজন। বুধবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে বর্ধমান-ডানকুনি লেনের এলকায়। ঘটনাস্থলে পৌঁছায় সিঙ্গুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরবেলা একটি ছাই বোঝাই ডাম্পার ডানকুনির দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি আমলকি বোঝাই ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনার পরেই আমলকি গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। এবং ছাই বোঝাই ডাম্পারটিও রাস্তার উপর উল্টে যায়।
ঘটনায় দুটি গাড়ির চালক ও খালাসী সহ তিনজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করে পুলিশ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী চা দোকানী জানান, তিনি একটি বিকট আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনে তিনি ছুটে বেরিয়ে দেখেন রাস্তার ধারে দুটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দৌড়ে পৌঁছায় আহত ব্যক্তিদের উদ্ধার করতে। রক্তাক্ত অবস্থায় আহতদের বার করা হয় লরি থেকে। গোটা রাস্তায় আমলকী ও চাই ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয় মানুষদের হাতে জব্দ অসাধু সাপুড়ে
পুলিশ সূত্রে খবর, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সিঙ্গুর থানার পুলিশ। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তৎপরতার সঙ্গে নিয়ে আসা হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। আহত সকলেই শারীরিক অবস্থা স্হিতিশীল বলে জানা গেছে। ঘটনার সময় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলে ও এখন যান চলাচল স্বাভাবিক আছে। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ৷ বারংবার জাতীয় সড়কে দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পণ্যবাহি গাড়িগুলির বেপরোয়া যাতায়াতের জন্যই বার বার দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
November 09, 2022 8:36 PM IST