আরও পড়ুন : ২১-এর ভাষা আন্দোলনের শহিদ কোন্নগরের শফিউর রহমান, ভগ্নপ্রায় বাড়িতে পড়ে আত্মীয়রা
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে তিন দিন ধরে উৎসব পালন করব। সকাল থেকেই চলছে ঠাকুরের মঙ্গল আরতি থেকে বিভিন্ন পূজোর আয়োজন। সকালে গোটা কামারপুকুর এলাকা জুড়ে শোভাযাত্রা বের হয় এবং প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ যোগ দেয়। সারাদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঠ থেকে কুড়ি হাজার মানুষকে প্রসাদ বিতরণ আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: পড়ুয়া নেই, শিক্ষক মাত্র একজন! এই স্কুল ত্যাগ করেছে ছাত্রছাত্রীরা, কেন জানেন
অন্যদিকে এক দর্শনার্থী মহিলা জানান এই প্রথমবার রামকৃষ্ণদেবের জন্মতিতে এসে খুবই ভালো লাগছে। সারাদিনই ঠাকুরের জন্মস্থানে থাকব এবং প্রসাদ খাব। ঠাকুরের কাছে এটাই চাইবো সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক।সব মিলিয়ে ঠাকুরের জন্মতিথিতে আনন্দের সহিত ভোরে উঠেছে মঠ চত্বর।
Suvojit Ghosh