পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে তাদের সম্পত্তিগত বিবাদ চলছিল। আহত পরিবারদের অভিযোগ তাদের বাড়িতে ঢুকে সমস্ত সোনার গয়না ছিনিয়ে নেয় । তারপর তনুজার গায়েকেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয় তনুজা। সঙ্গে সঙ্গে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকেরা তড়িঘড়ি আরামবাগের একটি হাসপাতালে রেফার করে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজনেরা দোষীদের শাস্তির দাবি তুলেছেন।
advertisement
আরও পড়ুন: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল
এই বিষয়ে এক ব্যক্তি জানান বেশ কয়েকদিন ধরে মেরে ফেলার হুমকি দেয়। মঙ্গলবার রাতে বাড়িতে একা পেয়ে সমস্ত গয়না পত্র লুট করে আগুন ধরিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনার চোখে আসতেই প্রতিবেশীরা এবং পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করি। পরিবারের লোকজন খানাকুল থানায় অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: বিরাট খবর! রাজ্যের শিক্ষায় যুক্ত হতে চায় ইউনেস্কো, মুখ্যমন্ত্রীকে চিঠি!
খবর যায় খানাকুল থানায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
-----Suvojit Ghosh






