Anubrata Mondal ED: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল

Last Updated:

Anubrata Mondal ED: বুধবার ফের স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের। নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে।

অনুব্রতর আর্জি মানলেন বিচারক
অনুব্রতর আর্জি মানলেন বিচারক
নয়াদিল্লি: মঙ্গলবার ভোর সাড়ে ছ' টায় আসানসোল জেল থেকে বেরিয়েছিলেন। এর পর কলকাতা হয়ে দিল্লির বিচারকের বাড়িতে শুনানি শেষে যখন ইডি-র লক আপে ঢোকানো হয়, তখন ঘড়ির কাঁটায় রাত দুটো পেরিয়েছে। যদিও তার আগে জোর সওয়াল হয়েছে অনুব্রত মণ্ডলকে ঘিরে। অনুব্রতকে সুস্থ রাখতে বিচারকও বেশ কিছু আর্জি মেনে নিয়েছেন।
সেই অনুযায়ী, বুধবার ফের স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রত মণ্ডলের। নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে। গতকাল মাঝরাতে বিচারক রাকেশ কুমারের বাড়িতে নজিরবিহীন শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবীর ৩টি আর্জি মেনেও নিয়েছেন বিচারক। সেগুলি হল---
১) ইডি জিজ্ঞাসাবাদ করার সময় নির্দিষ্ট দূরত্বে উপস্থিত থাকতে পারবেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।
advertisement
২) প্রতিদিন আধঘন্টা আইনজীবীর সঙ্গে একান্তে কথা বলতে দিতে হবে অনুব্রত মণ্ডলকে।
advertisement
৩) প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
তবে, টানা ১৯ ঘণ্টার ধকলের পরেও দিল্লি গিয়ে প্রথম রাতে দু' চোখের পাতা এক করতে পারেননি অনুব্রত মণ্ডল। ইডি সূত্রে খবর, মঙ্গলবার সারারাত প্রায় জেগেই কাটিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এমন কি, দিল্লিতে ইডি-র সদর দফতরের লক আপের ভিতরে তাঁকে পায়চারিও করতে দেখা গিয়েছে। তবে এ দিন সকালে চা বিস্কুট খেয়েছেন তিনি৷ খেয়েছেন জলখাবারও৷
advertisement
মঙ্গলবার গভীর রাতের শুনানিতে অনুব্রত মণ্ডলকে তিন দিনের জন্য ইডি হেফজাতে পাঠিয়েছেন বিচারক রাকেশ কুমার৷ বুধবার এমনিতে দিল্লিতে হোলির ছুটি৷ ফলে শুনসান ইডি-র সদর দফতরও৷ কিন্তু শুধুমাত্র অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্যই ইডি দফতরে পৌঁছন এই মামলার তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার এবং তাঁর দুই সহযোগী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal ED: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement