এ বছর আবারও তিনি জগদ্ধাত্রী তৈরি করেছেন। তবে সেই মূর্তি মাত্র দশ ইঞ্চি মাপের। হাতি সিংহের উপর হৈমন্তিকার অবিকল রূপ ফুটিয়ে তুলেছেন অরিজিৎ। এই ঠাকুর তৈরি করতে সময় লেগেছে মাত্র ২৪ ঘন্টা। মাটি,আর্টিফিশিয়াল ক্লে দিয়ে তৈরি জগদ্ধাত্রী সব চেয়ে ছোটো মূর্তি বলে দাবি করছেন শিল্পী। এই বিষয়ে শিল্পী অরিজিৎ দাস বলেন, তার তৈরি ঠাকুর চন্দননগরের সব থেকে ক্ষুদ্রতম উচ্চতার ঠাকুর।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের আলোর শোভাযাত্রা আকৃষ্ট করে কলকাতার দুর্গা পূজো উদ্যোক্তাদের
চারিদিকে যখন বৃহৎ বৃহৎ আকারের দেবী প্রতিমা পূজিত হচ্ছে সেখানে তিনি সব থেকে ছোট ঠাকুর বানিয়ে তাতে পুজো করছেন। অরিজিৎ এর মা ভারতী দাস বলেন,ছেলে ছোটো বেলা থেকেই ঠাকুর বানানোর প্রতি ঝোঁক। কলেজ পাশ করেও সেই ঝোঁক কাটেনি। গত কয়েক বছর করতে পারেনি বাবা অসুস্থ হয়ে মারা যান। এবারে বললাম ঠাকুর করবি নাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি জগদ্ধাত্রী ঘরে বসে আছন। নবমীতে ঘরের মেয়ে হিসাবে পুজো করা হবে তাকে।
Rahi Haldar