TRENDING:

Bangla News: বাড়ির দেওয়াল থেকে ঘরের মেঝেতে ওগুলো কী! চোখ পড়তেই আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের

Last Updated:

Bangla News: বৈদ্যবাটি পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাটি খাল সংলগ্ন এলাকার প্রত্যেককটি বাড়িতে ধরছে ফাটল। প্রতি ঘন্টায় বাড়ছে ফাটলের দৈর্ঘ্য। কিছু কিছু মানুষের বাড়ি ইতিমধ্যেই খালের জলের দিকে তলিয়ে যেতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বৈদ্যবাটি পুরসভায় ১৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাটি খাল সংলগ্ন এলাকার প্রত্যেককটি বাড়িতে ধরছে ফাটল। প্রতি ঘন্টায় বাড়ছে ফাটলের দৈর্ঘ্য। কিছু কিছু মানুষের বাড়ি ইতিমধ্যেই খালের জলের দিকে তলিয়ে যেতে চলেছে। ঘরের মেঝেতে ফাটল, বাড়ির দেওয়ালে ফাটল, কারোর কারোর আবার বাড়ির ভিত সরে গেছে ধসের কারণে। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
advertisement

স্থানীয় সূত্রে খবর , কিছু মাস আগেই হয়েছে বৈদ্যবাটি খালের সংস্কার। তার জেরেই বিপদের মুখে স্থানীয় মানুষরা। খালের সংস্কারের জন্য খালের তলা থেকে মাটি কেটে তোলা হয়েছিল। যার ফলে খালের গভীরতা বৃদ্ধি পেয়েছে এবং তার থেকেই সৃষ্টি হচ্ছে ধসের। বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে খাল পাড়ের বাড়িগুলিতে ফাটল দেখা যায়। বাড়ির দেওয়াল মেঝেতে ফাটল ধরেছে,ভীত থেকে মাটি সরে গেছে। বিপজ্জনক হয়েছে বসবাস। বিষয়টি সামনে আসতেই ঘটনার পর আতঙ্কিত বাসিন্দারা পুরসভার দ্বারস্থ হন।

advertisement

আরও পড়ুন- আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী

View More

আরও পড়ুন- ভিন রাজ্যে কাজ করাই জীবনের কাল, চরম ‘সর্বনাশ’ হয়ে গেল শ্রমিকের

বাসিন্দা পার্থ প্রদীপ্ত নাথ,সেখ বাবুল, আখতারি বিবিদের অভিযোগ চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর থেকে খাল সংস্কার করা হয়। তখনই গভীর ভাবে খালের মাটি কাটা হয়েছে,তার পরেই এই অবস্থা খাল পারের বাড়ি গুলোর।খাল পারে ভাঙন বাড়ছে। ফলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন তারা।বাড়ি ছেড়ে অন্যত্র থাকছে কয়েকটি পরিবার। বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাড়ি বাঁচানো চেষ্টা করেছেন লাভ হয়নি।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত জানিয়েছেন প্রায় ১৪টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে,জেলা প্রশাসনকে জানানো হয়েছে।যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সেচ দফতর থেকে এলাকা পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Bangla News: বাড়ির দেওয়াল থেকে ঘরের মেঝেতে ওগুলো কী! চোখ পড়তেই আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল