Birbhum News: আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী
- Published by:Riya Das
- local18
- Written by:Supratim Das
Last Updated:
Birbhum News: ৫৫ ফুট ৫ ইঞ্চি নেতাজি এঁকে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস এ নাম তুললেন দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিনা চিত্রশিল্পী তারকনাথ হাজরা।
বীরভূম: ২১০ পিস আর্ট পেপার জোড়া লাগিয়ে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস-এ নাম ৫৫ ফুট ৫ ইঞ্চির লম্বা নেতাজির ছবি তুললেন বীরভূমের দুবরাজপুরের এক চিত্রশিল্পী। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা ৫৫ ফুট ৫ ইঞ্চি নেতাজি এঁকে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস -এ নাম তুললেন দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিনা চিত্রশিল্পী তারকনাথ হাজরা। প্রায় এক মাসের বেশি অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন নেতাজির এই পূর্ণাঙ্গ ছবি।
২১০ পিস আর্ট পেপার জোড়া লাগিয়ে , ফেভিকল আঠা, সেলোটেপ ও বিভিন্ন রকম রং দিয়ে প্রায় ২২ হাজার টাকা খরচ করে এই ছবি তিনি এঁকেছেন। এই ছবিটা দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় দুবরাজপুর পৌরসভায় প্রর্দশন করা হয় সাধারণ মানুষের জন্য। যেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সাগর কুন্ডু, অর্জুন চৌধুরী, তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য সহ আরও অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: জ্ঞান ফিরেছে, ডাকলে সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য! বেসরকারি হাসপাতাল থেকে স্বস্তির খবর
এদিন চিত্রশিল্পী তারকনাথ হাজরাকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে চিত্রশিল্পীকে আর্থিক সাহায্যও করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। তারকনাথ হাজরা একজন চিত্রশিল্পী। তিনি ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন। বর্তমানে তিনি একটা স্কুলে এবং বিভিন্ন জায়গায় ছবি আঁকা শেখান। এসব কাজের পাশাপাশি যেটুকু সময় বেঁচে থাকে অপচয় না করে সেই সময়টা এই নেতাজি সুভাষচন্দ্র বসু আঁকার কাজে ব্যবহার করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 3:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আর্ট পেপার জোড়া লাগিয়ে ৫৫ ফুটের নেতাজি, তাক লাগিয়ে নজির গড়লেন বীরভূমের চিত্রশিল্পী