TRENDING:

Hooghly News: সরকারি ছুটিতেও খোলা স্কুল, চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না

Last Updated:

সরকারি ছুটিতেও খোলা স্কুল । চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্না বান্না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: সরকারি ছুটিতেও খোলা স্কুল । চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না।মঙ্গলবার হুগলি জেলার আরামবাগ হাইস্কুলে দেখা গেল এমনই ছবি। স্কুল খোলা থাকায় বিভ্রান্তি ছড়াল অভিভাবক ও ছাত্রদের। উল্লেখ্য পণ্ডিত পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে সরকারিভাবে দিনটাকে ছুটি ঘোষণা করেছে।বিভিন্ন স্কুল ছুটি থাকলেও ব্যতিক্রম দেখা গেল গেল আরামবাগ হাই স্কুলে।
advertisement

প্রথমে স্কুলে কোন নোটিশ দেওয়া হয়নি বলে জানা যায় । তারপর ছাত্র-ছাত্রীদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে স্কুল খোলা আছে। প্রতিদিনের মতোই স্কুলের পঠনপাঠন থেকে থেকে শুরু করে মিড ডে মিলের রান্নাবান্না পর্যন্ত হতে দেখা যায় আরামবাগ হাইস্কুলে।

আরও পড়ুন: ‘নকল’ আলুতে ছেয়ে যাচ্ছে শহরতলির বাজার ! বিপাকে পড়ছেন সাধারণ মানুষ

advertisement

এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন,  'স্কুলের একটা একাডেমি কাউন্সিল আছে যখন ছুটির হিসাব প্রথমে অ্যাপ্রুভ হয় তখন ৬৫ দিনের ছুটির একটি লিস্ট করা হয়েছে। কিন্তু পঞ্চানন বর্মার জন্মদিন হিসাবে কোনও ছুটি নেই।'  মূলত যে লিস্ট তৈরি করেছি তার মধ্যেই এই ছুটি ছিল না বলে বলে জানিয়েছেন তিনি।

View More

আরও পড়ুন: জনসংযোগমূলক কাজে জোর বিএসএফের, অস্ত্র প্রদর্শনীর আয়োজন জওয়ানদের

advertisement

স্কুলের এক ছাত্র জানায়, 'সব স্কুল বন্ধ থাকলেও আমাদের স্কুল খোলা আছে। প্রধান শিক্ষক প্রত্যেকটি হোয়াটস্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার স্কুল খোলা থাকবে। প্রতিদিনের মতো স্কুলে ক্লাস থেকে মিড ডে মিল সবই করানো হয়েছে।'

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সরকারি ছুটিতেও খোলা স্কুল, চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল