প্রথমে স্কুলে কোন নোটিশ দেওয়া হয়নি বলে জানা যায় । তারপর ছাত্র-ছাত্রীদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে স্কুল খোলা আছে। প্রতিদিনের মতোই স্কুলের পঠনপাঠন থেকে থেকে শুরু করে মিড ডে মিলের রান্নাবান্না পর্যন্ত হতে দেখা যায় আরামবাগ হাইস্কুলে।
আরও পড়ুন: ‘নকল’ আলুতে ছেয়ে যাচ্ছে শহরতলির বাজার ! বিপাকে পড়ছেন সাধারণ মানুষ
advertisement
এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন, 'স্কুলের একটা একাডেমি কাউন্সিল আছে যখন ছুটির হিসাব প্রথমে অ্যাপ্রুভ হয় তখন ৬৫ দিনের ছুটির একটি লিস্ট করা হয়েছে। কিন্তু পঞ্চানন বর্মার জন্মদিন হিসাবে কোনও ছুটি নেই।' মূলত যে লিস্ট তৈরি করেছি তার মধ্যেই এই ছুটি ছিল না বলে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: জনসংযোগমূলক কাজে জোর বিএসএফের, অস্ত্র প্রদর্শনীর আয়োজন জওয়ানদের
স্কুলের এক ছাত্র জানায়, 'সব স্কুল বন্ধ থাকলেও আমাদের স্কুল খোলা আছে। প্রধান শিক্ষক প্রত্যেকটি হোয়াটস্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার স্কুল খোলা থাকবে। প্রতিদিনের মতো স্কুলে ক্লাস থেকে মিড ডে মিল সবই করানো হয়েছে।'
শুভজিৎ ঘোষ