TRENDING:

Saraswati Puja 2024: 'এই' এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ

Last Updated:

Saraswati Puja 2024: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চিরাচরিত রীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল, কলেজ, বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় হয়েছে বাগদেবীর আরাধনা। বর্তমান সময় সব কিছুতেই থাকছে থিম। এবার সেই থিমের ছোঁয়া বাগদেবীর আরাধনায় হুগলির বৈদ্যবাটিতেও।
advertisement

বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বীণাপাণি সংঘের এ বছরের থিম এটিএম মেশিন। সেখানে বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যে ১ টাকা ফেলতে হবে। অন্যদিকে, তার পাশেই রয়েছে এটিএম মেশিন, সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন, আর সেই কয়েন আবার এটিএম মেশিনে ঢোকালে এটিএম মেশিনের মধ্য দিয়ে বেরোবে চকলেট।

advertisement

আরও পড়ুন: পেনসিলের উপর দেবী সরস্বতীর মূর্তি! শিক্ষকের অবাক করা কাণ্ড

এটিএমে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে দেবীর মূর্তি। তবে শুধু  ব্যাঙ্ক এবং এটিএম তা রয়েছে তা কিন্তু নয় পুরো থিমটির মধ্যে রয়েছে সমাজ ব্যবস্থার নানা চিত্র অর্থাৎ বাড়ি-ঘর, রাস্তাঘাট, ট্রাফিক কন্ট্রোল সবকিছুই। মহিলা পরিচালিত এই পুজোর অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই।

advertisement

আরও পড়ুন: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক

এক সদস্য বলেন, “আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে থাকি এ বছর এই বিষয়টা মাথায় এল, তাই এমনটা করলাম। একটা সমাজ ব্যবস্থায় যা যা থাকা দরকার সবকিছুই আছে এখানে।”

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Puja 2024: 'এই' এটিএম-এ কার্ড পাঞ্চ করলেই মিলবে চকোলেট! কোথায়? রইল হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল