Saraswati Puja 2024: শিক্ষিকার হাতেই হল স্কুলের সরস্বতী পুজো! সঙ্গে হাতে খড়িতেও ছিল দারুণ চমক
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Saraswati Puja 2024: সরস্বতী পুজো মানেই পুরোহিতদের ব্যস্ততা থাকে, অনেক সময় সঠিক সময় পাওয়া যায় না পূজারী। তাই এবার সেই রীতি থেকে সরে এসে বিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর দায়ভার দিলেন ওই বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষিকাকে।
আবীর ঘোষাল, কলকাতা: আজ সরস্বতী পুজো। আর বেশির ভাগ বিদ্যালয়েই যে সরস্বতী পুজো হবে তার খুবই স্বাভাবিক। কিন্তু গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবারের পুজোয় একটু অন্যরকম ভাবনা। সরস্বতী পুজো মানেই পুরোহিতদের ব্যস্ততা থাকে চরমে ৷ অনেক সময় সঠিক সময় পাওয়া যায় না পুরোহিত। তাই এবার সেই রীতি থেকে সরে এসে বিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর দায়ভার দিলেন ওই বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষিকা অর্পিতা বৈদ্য মহাশয়াকে।
সমস্ত শিক্ষিকা এবং ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শিক্ষিকারা বলেন, ‘‘মহিলা পুরোহিত, এই ধারণা এখন আর অতটা নতুন নয় ঠিকই, তবে আমাদেরই শিক্ষিকা পুজো করছেন এতে আমাদের ছাত্রীরা আরও একাত্ম বোধ করবে, এটা আমরা ভেবেছিলাম এবং বাস্তবেও তাই হয়েছে।আমরা মেয়েদের এই শিক্ষাই দিতে চাই- সংস্কৃতিকে ধরে রাখো কিন্তু যে সংস্কার পিছনে টানে তাকে ফেলে এগিয়ে চল।”
advertisement
advertisement
তাই অর্পিতা বৈদ্যর সুচারু পুজোর মাধ্যমে ছাত্রীদের হাত ধরে বিদ্যালয় পা বাড়াল এক নতুন আঙিনায়। আরও একটা কথা না বললে এই প্রতিবেদন অসম্পূর্ণ থাকে । সরস্বতী পুজোয় হাতেখড়ির ঐতিহ্যকে ধরে রেখে আজ বিদ্যালয়ে হাতেখড়ি হল বিদ্যালয়ের এক শিক্ষিকার কন্যার। বালিকা বিদ্যালয়ে মহিলা পুরোহিতের কাছে এক কন্যার বিদ্যারম্ভ ৷ এই ঘটনায় সত্যিই এক অভিনব বার্তা রেখে গেল গড়ফা বালিকা বিদ্যালয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 3:13 PM IST