রিষড়ার বাঁশতলা থেকে একটু এগোলেই পড়বে আমরা পুজো কমিটির জগদ্ধাত্রী পূজো। যেখানে অন্য সমস্ত পুজো উদ্যোক্তারা ব্যাস্ত থিম নিয়ে সেখানে আমরা পুজো কমিটির পুজো উদ্যোক্তারা জোর দিয়েছেন তাদের সাবেকিয়ানার উপর। জগদ্ধাত্রী প্রতিমা এখানে রাজরাজেশ্বরীর বেশে। এখানে দেবী জগদ্ধাত্রী সঙ্গে একই কাঠামোয় পূজিত হন রাধা ও কৃষ্ণ। রাধা কৃষ্ণের অটুট প্রেমের বন্ধন যেন জড়িয়ে রয়েছে গোটা প্রতিমা জুড়ে।
advertisement
জগদ্ধাত্রী পূজোর মাসখানেক আগে থেকেই মন্ডপের মধ্যে শুরু হয় ঠাকুর তৈরির কাজ। দক্ষ হাতে শিল্পী তৈরি করেছেন দেবীর প্রতিমা। রাজকীয় বেশে দেবীর অপরূপ প্রতিমা দেখে মনে হয় দেবী এখানে রাজ রাজেশ্বরী। তবে দেবীর সঙ্গে রাধা কৃষ্ণের পূজো সেটি হল বিশেষ আকর্ষণ।
আরও পড়ুনঃ এবার থেকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আইএসএলে, ঐতিহাসিক সিদ্ধান্ত এআইএফএফের
আরও পড়ুনঃ ৩৪ তম জন্মদিনে অচেনা কোহলি, জানুন ১০টি আকর্ষণীয় 'বিরাট' তথ্য
কেন দেবী জগদ্ধাত্রী সঙ্গে রাধা কৃষ্ণের পূজো হয় সেই বিষয়ে আমরা পূজো কমিটির এক পুজো উদ্যোক্তা জানান, রাধা ও কৃষ্ণ প্রেমের মেলবন্ধনের প্রতীক। সেই প্রেমের মেলবন্ধনকে ফুটিয়ে তোলার জন্য দেবী জগদ্ধাত্রী সঙ্গে এখানে রয়েছে রাধা ও কৃষ্ণ। অন্য জায়গায় দেবী জগদ্ধাত্রী সঙ্গে থাকেন জয়া ও বিজয়া দুই সখি। কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা বরাবরই রাধা ও কৃষ্ণকেই পুজো করে আসছেন তাই দেবী জগদ্ধাত্রীর সঙ্গে তাদের মন্ডপে পূজিত হন রাধা কৃষ্ণ।
Rahi Halder