এবার থেকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আইএসএলে, ঐতিহাসিক সিদ্ধান্ত এআইএফএফের

Last Updated:

আইলিগ চ্যাম্পিয়ন দল এবার থেকে সরাসরি খেলার সুযোগ পাবে ইন্ডিয়ান সুপার লিগে। খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে এই সিদ্ধান্ত।

ভারতীয় ফুটবলে ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার থেকে শুধু টাকা থাকলেই আইএসএলে খেলা যাবে, পরিবর্তন হতে চলেছে সেই নিয়মে। দেশে সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য দরকার হবে ভালো দল, কঠোর পরিশ্রম ও সাফল্য। কারণ আইলিগ চ্যাম্পিয়ন দল এবার থেকে সরাসরি খেলার সুযোগ পাবে ইন্ডিয়ান সুপার লিগে। শনিবার সংবাদ সংস্থাকে এ কথা জানিয়ে দিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সাধারণ সচিব শাজি প্রভাকরণ।
ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এই পরিকল্পনা আগেই করা হয়েছিল। ২০১৯ সালে এএফসি এবং এআইএফএফের যে রোডম্যাপ তৈরি হয়েছিল সেখানেই ঠিক হয়েছিল ২০২২-২৩ মরশুমের আই লিগ জয়ী দল সরাসরি ২০২৩-২৪ আইএসএলে খেলার সুযোগ পাবে। এবার সেই পকিল্পনাকেই কার্যকর করার পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ফুটবস ফেডারেশন।
এই বিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শাজি প্রভাকরণ বলেছেন,পরের বার আই লিগের বিজয়ী দল আইএসএল খেলবে। তবে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাদের। আই লিগ জয়ী দলকে আইএসএলে অংশগ্রহণের জন্য কোনও টাকা দিতে হবে না। যেহেতু আইএসএলের সমস্ত ক্লাবের লাইসেন্সিং করা রয়েছে, তাই আই লিগের ক্লাবকেও তাই করতে হবে।’
advertisement
advertisement
সর্বভারতীয় ফুটবল সংস্থার নতুন সভাপতি কল্যাণ চৌবে যে রোড ম্যাপ তৈরি করা হয়েছিল সেই অনুযায়ী এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ঐতিহাসিক উদ্যোগে তারও সবুজ সংকেত রয়েছে। তবে আইএসএল দলগুলি রাজি হলে কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে এআইএফএফ কর্তাদের ভাবনা এমন সিদ্ধান্তে খুশিই হবে আইএসএল ক্লাবগুলি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার থেকে আই লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আইএসএলে, ঐতিহাসিক সিদ্ধান্ত এআইএফএফের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement