TRENDING:

Durga Puja 2023: বলাগর সার্বজনীনে দেখা মিলবে এক টুকরো রাজস্থানের

Last Updated:

হুগলির ব্যান্ডেল চার্চের একদম পাশেই রয়েছে বলাগড় সর্বজনীনের পুজো। ফাইবার গ্লাস রাজস্থানের মহলের আদলে তৈরি করা হচ্ছে গোটা মন্ডপটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দুর্গা পূজার আর মাত্র হাতে কোন কয়েকটা দিনের অপেক্ষা। বিভিন্ন বারোয়ারি পুজোমণ্ডপ গুলিতে এখন কাজ চলছে জোর কদমে। হুগলির বলাগড় সর্বজনীন দুর্গোৎসব এর এই বছর ৫২ বছরের পদার্পণ করেছে। এই বছরে তাদের মন্ডপ সজ্জার বিশেষ আকর্ষণ রাজস্থানের প্যালেস। অসময়ের বৃষ্টিপাতের কারণে কাজের বিঘ্ন ঘলেও শেষ মুহূর্তে দিন রাত জেগে কাজ চলছে মন্ডপ তৈরি করার।
advertisement

আরও পড়ুন: বন্যা দুর্গতদের পাশে খানকুলের স্কুল, ৫০০ লোকের মুখে উঠছে অন্ন

হুগলির ব্যান্ডেল চার্চের একদম পাশেই রয়েছে বলাগড় সর্বজনীনের পুজো। পুজোর আড়াই মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল মন্ডপ তৈরির কাজ। ফাইবার গ্লাস, ফোম দিয়ে তৈরি হচ্ছে এই মন্ডপ। রাজস্থানের মহলের আদলে তৈরি করা হচ্ছে গোটা মন্ডপটি। মন্ডপ শিল্পীরা আশাবাদী তাদের এই কাজ নজর কারবে দর্শনার্থীদের। ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই মন্ডপে ঢুকলেই মনে হবে রাজস্থানের কোনো এক হাভেলির মধ্যে এসে পড়েছেন। শুধু মন্ডপ নয় মন্ডপের বাইরেও রাজস্থানের মতন পরিবেশ সৃষ্টি করার জন্য করা হচ্ছে বালি দিয়ে কাজ।

advertisement

আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে ছেলে বৌমা, হুগলির বাড়িতে চরম উৎকন্ঠা

View More

এক বিষয়ে পুজোর সম্পাদক তপন ব্যানার্জি বলেন, “তাদের এই বছরের বাজেট ৭ লক্ষ টাকা। অসময়ে বৃষ্টির কারণে কাজের কিছুটা ক্ষতি হয়েছে। তবে এখন রাত দিন এক করে কাজ করে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা চলছে।” পরিবেশবান্ধব ভাবে তৈরি করা হচ্ছে তাদের এই মন্ডপ। পুজোর দিন গুলোতে পুজো মন্ডপে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সামাজিক কিছু কাজ ও যেমন রক্ত দান, স্বাস্থ্য পরীক্ষার মতন বিষয় গুলি। তারা আশাবাদী যেভাবে তারা তাদের এই পুজো করছেন তাতে দর্শনার্থীদের মন কারবে তাদের পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2023: বলাগর সার্বজনীনে দেখা মিলবে এক টুকরো রাজস্থানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল