Hooghly News:বন্যা দুর্গতদের পাশে খানকুলের স্কুল, ৫০০ লোকের মুখে উঠছে অন্ন

Last Updated:

খানাকুলে বন্যা দুর্গতদের সহায়তার হাত বাড়িয়ে দিল স্কুল। খানাকুল এক নম্বর ব্লকের পোল অঞ্চলের বন্যা দুর্গতদের দুপুরের খাবার দিল রামনগর অতুল বিদ্যালয়।

+
বন্যা

বন্যা দুর্গতদের খাবার দিচ্ছেন স্কুল  কর্তৃপক্ষ

খানাকুল: বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল খানাকুলের এই স্কুল। হুগলির খানাকুলে বন্যা দুর্গতদের সহায়তার হাত বাড়িয়ে দিল রামনগর অতুল বিদ্যালয়। জানা যায় এই বিদ্যালয়ের পক্ষ থেকে খানাকুল এক নম্বর ব্লকের পোল অঞ্চলের বিভিন্ন স্থানের বন্যা দুর্গতদের দুপুরের খাবার পরিবেশন করা হল। জানা গেছে, স্কুলের পক্ষ থেকে প্রায় ৫০০ দুর্গত মানুষদের ওই রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। স্কুলের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন।
আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে ছেলে বৌমা, হুগলির বাড়িতে চরম উৎকন্ঠা
উল্লেখ্য,একটানা বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ার ফলে বিভিন্ন জলাশয় প্লাবিত হয়, খানাকুল জুড়ে তৈরি হয় বন্যা পরিস্থিতি। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ি থেকে চাষের জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত জল ধীরে ধীরে কমলেও ওই সমস্ত বাসিন্দারা উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। কিন্তু বানভাসি হওয়ার কারণে তারা অসহায় হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে সরকার থেকে বিরোধী এবং বেসরকারি সংগঠনকে। এবার প্রথম বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেন রামনগর অতুল বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বন্যার জলে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। বাড়িঘর থেকে খাবার-দাবার বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলাকার প্রত্যেককে এই বিদ্যালয়ের খাবারের ব্যবস্থা করার ফলে অনেকটাই উপকৃত হবে প্রত্যেক মানুষ। তাদের পাশে থাকার জন্য এলাকার প্রত্যেকে বেজায় খুশি। স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ‍্য জানিয়েছেন, তাঁদের স্কুল অতীতেও দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনেও একইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁরা।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News:বন্যা দুর্গতদের পাশে খানকুলের স্কুল, ৫০০ লোকের মুখে উঠছে অন্ন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement