সোমবার শাসকদলের প্রার্থীরা নমিনেশন জমা করতে আসেনি। এদিন বিরোধী রাজনৈতিক দলগুলি বিডিও অফিস এলাকায় নমিনেশনের জন্য ফর্ম ফিলাপ করতে এসেছিলেন। মিছিল করে প্রার্থীদের নিয়ে সিপিএম কর্মীরা বিডিও অফিস এলাকায় আসেন। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশের সহযোগিতায় প্রার্থীরা বিডিও অফিস এলাকায় ঢোকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে সমস্ত প্রশাসনিক কাজ। চাপা উত্তেজনা তখনও ছিল।
advertisement
দীর্ঘ কয়েক ঘন্টা পর গোঘাট দু’নম্বর বিডিও অফিস থেকে সিপিএমের প্রার্থীরা বাইরে বেরিয়ে আসার সময় তাদেরকে লক্ষ্য করে ইট-পাথর মারার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। আগে থেকেই এলাকায় শাসক দলের কর্মীরা এলাকায় ঝামেলার জন্য জমায়েত হয়েছিল বলে অভিযোগ। ঘটনা ক্রমশ বাড়তে বাড়তে চরম অশান্তিতে শুরু হয় উভয় দলের মধ্যে। আরামবাগ এলাকায় বিতর্কও খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে বিরোধী ও শাসকদল।
আরও পড়ুনঃ Knowledge Story: স্কুল বাস হলুদ রঙের কেন হয়, এর কারণ কী, কখনও ভেবে দেখেছেন
এই ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ বাহিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনি এলাকা জুড়ে টহল দেয়। ঝামেলার সময় অনেক তৃণমূল কর্মী পালিয়ে গেলেও পরে এলাকা থেকে তৃণমূলের এক কর্মীকে আটক করে গোঘাট থানার পুলিশ। রীতিমত এই ঘটনার পর এলাকা থমথমে হয়ে রয়েছে।
Suvojit Ghosh