Knowledge Story: স্কুল বাস হলুদ রঙের কেন হয়, এর কারণ কী, কখনও ভেবে দেখেছেন

Last Updated:
Knowledge Story: দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙের লাল, নীল, সবুজ বাস দেখতে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন স্কুল বাসের রঙ সবসময় হলুদ হয়। কিন্তু কখনও ভেবে দখেছেন স্কুল বাসের রঙ হলুদ কেন হয়?
1/6
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙের লাল, নীল, সবুজ বাস দেখতে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন স্কুল বাসের রঙ সবসময় হলুদ হয়।
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙের লাল, নীল, সবুজ বাস দেখতে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন স্কুল বাসের রঙ সবসময় হলুদ হয়।
advertisement
2/6
শুধু আমাদের দেশে নয়। অন্যান্য আরও দেশ রয়েছে যেখানে স্কুল বাসের রঙ হলুদই হয়। আমেরিকায় হলুদ ও কমলার মিশ্রণ হলেও তা হলুদের মতই।
শুধু আমাদের দেশে নয়। অন্যান্য আরও দেশ রয়েছে যেখানে স্কুল বাসের রঙ হলুদই হয়। আমেরিকায় হলুদ ও কমলার মিশ্রণ হলেও তা হলুদের মতই।
advertisement
3/6
কিন্তু কখনও ভেবে দখেছেন স্কুল বাসের রঙ হলুদ কেন হয়? এর পিছনে কী কারণ রয়েছে? এমনি এমনি নয় এর পিছনে বিজ্ঞান ভিত্তিক কারণও রয়েছে।
কিন্তু কখনও ভেবে দখেছেন স্কুল বাসের রঙ হলুদ কেন হয়? এর পিছনে কী কারণ রয়েছে? এমনি এমনি নয় এর পিছনে বিজ্ঞান ভিত্তিক কারণও রয়েছে।
advertisement
4/6
বিজ্ঞানীরা বলছেন, হলুদ এমন একটা রং যা সবার আগে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি পাশে লাল রংয়ের কিছুও থাকলেও হলুদই সবার আগে নজরে আসে।
বিজ্ঞানীরা বলছেন, হলুদ এমন একটা রং যা সবার আগে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি পাশে লাল রংয়ের কিছুও থাকলেও হলুদই সবার আগে নজরে আসে।
advertisement
5/6
এতে রাস্তা ঘাটে অন্যান্য গাড়ি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে পারবেন। এমনকী সুযোগ পেলে স্কুল বাসকে আগে ছেড়ে দেবেন।
এতে রাস্তা ঘাটে অন্যান্য গাড়ি পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে পারবেন। এমনকী সুযোগ পেলে স্কুল বাসকে আগে ছেড়ে দেবেন।
advertisement
6/6
পথে যে কোনও ধরনের দুর্ঘটনার কবলে যাতে না পড়তে হয় সকলের থেকে বাচ্চাদের স্কুল বাসকে আলাদা বোঝানোর জন্যই তা হলুদ রঙের করা হয়ে থাকে।
পথে যে কোনও ধরনের দুর্ঘটনার কবলে যাতে না পড়তে হয় সকলের থেকে বাচ্চাদের স্কুল বাসকে আলাদা বোঝানোর জন্যই তা হলুদ রঙের করা হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement