ফলে সঠিক চিকিৎসার ঘাটতে থেকে যেত রোগীদের জন্য। কিন্তু এখন থেকে সে সমস্ত সমস্যার সমাধান করতে চলেছে। কারণ এখন সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে ডেঙ্গু পরীক্ষা ও তার ফলাফল পাওয়া যাবে। ২২ লক্ষ টাকা ব্যয় করে কোন্নগর মাতৃসদন শিশু মঙ্গল স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয়েছে অত্যাধুনিক ডেঙ্গু পরীক্ষার যন্ত্র। রবিবার কোন্নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার অত্যাধুনিক যন্ত্রের উদ্বোধন হয়। যার সাহায্যে খুব সহজেই রোগীরা ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!
এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এলইজার পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষা করা হবে। এই যন্ত্র আসার আগে প্যাথলজিস্টদের ম্যানুয়ালি ডেঙ্গুর প্লেট রেট গণনা করতে হতো। এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেই কাজ অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে হবে। কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে ডেঙ্গু পরীক্ষার ফলাফল। যার ফলে সঠিক চিকিৎসা পাবেন ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষ রোগীরা।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস জানান, কোন্নগর শ্রীরামপুর চাপদানি এই সব এলাকা ডেঙ্গু প্রবন। এই সমস্ত জায়গা থেকে বহু রোগী হাসপাতাল গুলিতে ভর্তি হয় ডেঙ্গু উপসর্গ নিয়ে। এতদিন যে ডেঙ্গু পরীক্ষা করা হতো তা খুবই ব্যয় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদি ছিল। বর্তমানে কোন্নগর মাতৃ সদন শিশুমঙ্গল হাসপাতালে এলাইজার পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষা করা হবে। যার ফলাফল খুবই অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন রোগীর পরিবার। এবং এই ডেঙ্গু পরীক্ষা করার খরচও সর্বসাধারণের সাধ্যের মধ্যে। চিকিৎসক খরচ ও ডেঙ্গু পরীক্ষার ফলাফল সবমিলিয়ে একজন রোগী পরিবারের ডেঙ্গু পরীক্ষা করাতে আসলে খরচ হবে মাত্র ৬০০ টাকা। যার ফলে আখেরে লাভ হবে রোগী পরিবারেরই।
Rahi Haldar