Hooghly: সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!

Last Updated:

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে শ্রীরামপুর এক অনন্য ইতিহাস। স্বাধীনতা সংগ্রামীদের সশস্ত্র বিপ্লবীদের এক বড় অংশ অস্ত্র প্রশিক্ষণ শ্রীরামপুরেই।

+
title=

#হুগলি : স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে শ্রীরামপুর এক অনন্য ইতিহাস। স্বাধীনতা সংগ্রামীদের সশস্ত্র বিপ্লবীদের এক বড় অংশ অস্ত্র প্রশিক্ষণ শ্রীরামপুরেই। শ্রীরামপুরের পাফহাম মুর্তজার কুঠিবাড়ি ছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র। অনুশীলন সমিতির অন্যতম সদস্য ও বাঘাযতীন এর সহকর্মী জিতেন্দ্রনাথ লাহিড়ীর জন্ম শ্রীরামপুরের লাহিড়ী পরিবারে। তিনি ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন নেতৃত্ব ছিলেন। শ্রীরামপুরের পাফহাম মুরতাজার কুঠিবাড়িতে তিনি প্রথম শুরু করেন অস্ত্র প্রশিক্ষণ। তৎকালীন সময়ে বহু স্বাধীনতা সংগ্রামী গোপনে অস্ত্র প্রশিক্ষণ নিত শ্রীরামপুরের এই কুঠিবাড়িতেই।
ইতিহাসের এই কাহিনী স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শ্রীরামপুর তথ্যপ্রযুক্তি কেন্দ্র তথা শ্রীরামপুর ডেনিস মিউজিয়ামের দেওয়ালে। কিন্তু বর্তমানে পাফহাম কুঠিবাড়ির সম্পর্কে উদাসীন প্রশাসন। স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণের কেন্দ্র বর্তমানে যারা জীর্ণ। মাথার উপর ছাদ ভেঙে পড়েছে। দেয়ালে ধ্বস নেমেছে।
আরও পড়ুনঃ লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী
এমনকি ঠিকানাও বদলে গিয়েছে ওই স্থানের। পাফহাম কুঠিবাড়ির আগে ঠিকানা ছিল পাফহাম স্ট্রিট এখন টা পরিবর্তিত হয়ে হয়েছ শ্রীরামপুর তারাপ্রসন্ন ভট্টাচার্য স্ট্রিট। বর্তমানে মুরতাজা পাফহামের কিছু বংশধর থাকেন ওই বাড়িতে। বাড়িটিকে এখন স্থানীয়রা পাফহাম বাবার ইমামবাড়া নামে চেনেন। প্রায় ৩৬০ বছরের এই পুরাতন ঐতিহ্য এখন ধ্বংসের মুখে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
এই বিষয়ে শ্রীরামপুরের তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক ও ইতিহাসবিদ মোহিত রণদীপ জানান, স্বাধীনতার আগে শ্রীরামপুরে সশস্ত্র আন্দোলনকারী বিপ্লবীদের একটি আখড়া ছিল এই মুরতাজ পাফহামের কুঠিবাড়ি। সেই সময়েরসশস্ত্র বিপ্লবীরা অস্ত্র প্রশিক্ষণ নিতে আসতেন শ্রীরামপুরে। গোপনে চলত তাদের অস্ত্র প্রশিক্ষণ বিনয় বাদল দীনেশ থেকে বাঘাযতীন এমনকি নেতাজিও জানতেন এই প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement