Hooghly: রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাস্তার ধারে লাগানো আছে রাস্তা তৈরি হওয়ার সাইনবোর্ড। কিন্তু বাস্তবে রাস্তার যা অবস্থা টা নিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের। তাদের অভিযোগ দীর্ঘকাল ধরে রাস্তা খানাখন্দ তে ভর্তি।
#হুগলি : রাস্তার ধারে লাগানো আছে রাস্তা তৈরি হওয়ার সাইনবোর্ড। কিন্তু বাস্তবে রাস্তার যা অবস্থা টা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তাদের অভিযোগ দীর্ঘকাল ধরে রাস্তা খানাখন্দ তে ভর্তি। পাকা রাস্তার বোর্ড লাগানো থাকলেও রাস্তা তৈরি হয়নি একদমই। রাস্তার ওপর ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বাংলা গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির বোর্ড লাগানো হলেও রাস্তা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বোর্ডে লেখা আছে ২০১৮ সালে ২০ শে নভেম্বর শুরু হয় রাস্তার কাজ যা শেষ হয় ২০১৯ সালে ১৯ শে নভেম্বর। কিন্তু গ্রামবাসীরা বলছেন অন্য কথা। গ্রামের শুরুতে সরকারি বোর্ডে কাজের বিস্তারিত বিবরণ দেওয়া থাকলেও কাজে তা কিছুই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামবাসীরা জানান, রাস্তার কাজ শেষ হয়নি, কিন্তু তা পীচের না হয়ে কিছুটা ঢালাই আর অল্প কিছু টা পাকা হয়। হরিপুর থেকে পয়ান ব্রীজ পর্যন্ত ১.৯ কিলোমিটার পাকা রাস্তা হওয়ার কথা ছিলো । যার জন্য ২কোটি ৬৫লক্ষ ৭ হাজার টাকা খরচের বোর্ড লাগানো রয়েছে। হরিপুর গ্রামে ৭হাজারের বেশি মানুষ বসবাস করে। এলাকার মানুষ জানান গ্রামের এই রাস্তা দিয়েই সিঙ্গুর, হারিট চুঁচুড়া, ধনিয়াখালি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থা হিন্দমোটর রেল স্টেশনের! সমস্যায় নিত্যযাত্রীরা
রাস্তার টাকা খরচ হলেও নতুন রাস্তা তৈরি হয়নি। মোরামের উপর বর্ষা কালে জল জমে থাকার জন্য দূর্ঘটনা ঘটছে অহরহ। সরকারি টাকা কার পকেটে গেল প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। পোলবা দাদপুর ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ঘড়া বলেন, রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু যে ঠিকাদার কাজ করছিল রাস্তার গুণগত মান ঠিক হচ্ছিল না বলে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
সময়মতো কাজ শেষ না হলে টাকা ফেরত চলে যায়। এটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ টাকায় রাস্তা তৈরি হচ্ছিল। এখন গোটা রাস্তাটাই রাজ্য সরকারের টাকায় তৈরি হবে।বোর্ডে কাজ শুরু আর কতদিনের মধ্যে শেষ হবে তা লিখে রাখাই নিয়ম।কাজ শেষ হয়ে গেছে এটা লেখা হয়নি।
advertisement
Rahi Haldar
Location :
First Published :
August 13, 2022 5:12 PM IST