Hooghly: বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গঙ্গার তীরে পার্ক। পার্কে বাচ্চাদের আনন্দ করার জন্য ব্যবস্থাপনা রয়েছে সবকিছুই। রয়েছে স্লিপ, ঢেঁকি, তিন রকমের দোলনা বসার জন্য তৈরি করা রয়েছে সুন্দর মোজাইকের সিট।
#হুগলি : গঙ্গার তীরে পার্ক। পার্কে বাচ্চাদের আনন্দ করার জন্য ব্যবস্থাপনা রয়েছে সবকিছুই। রয়েছে স্লিপ, ঢেঁকি, তিন রকমের দোলনা বসার জন্য তৈরি করা রয়েছে সুন্দর মোজাইকের সিট। গঙ্গা তীরবর্তী এই পার্কে সমস্ত কিছু ব্যবস্থাপনা থাকলেও গেটে তালা থাকার দরুন সেটি ব্যবহার করতে পারেন না সেখানকার স্থানীয় বাসিন্দারা। কোন্নগর পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে সর্ব সাধারণের জন্য একটি পার্ক। লক্ষাধিক টাকা ব্যয় করে নতুন রূপে সাজানো হয়েছিল ওই পার্কটিকে। বর্তমানে সেই পার্ক হয়েছে উঠেছে সাপেদের আস্তানা। পার্কের ভিতরে চারি ধার জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘকাল ধরে পার্কটি তালা বন্ধ অবস্থায় থাকার জন্য পার্কের এই হাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকেরই ছোটবেলার সময় কেটেছে ওই পার্কে।
কেউ নিজের ছেলেমেয়েদের নিয়ে যেতেন কেউ বা নিজেই ছেলেবেলায় ওই পার্কে সময় কাটিয়েছেন। কিন্তু দীর্ঘকাল যাবত পার্কটি বন্ধ থাকায় ব্যবহার করতে পারছেন না তারা। একেই দিন দিন বাচ্চাদের জন্য খোলামেলা জায়গার ঘাটতি ঘটছে।
আরও পড়ুনঃ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভরের নতুন পথ "রাখী"
সেখানে দীর্ঘদিনের একটি পার্ক হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপারটি মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পার্কটিকে পুনরায় খোলা হোক যাতে গঙ্গার তীরে বাচ্চাদের নিয়ে নির্বিঘ্নে অভিভাবকরা সময় কাটাতে পারেন। এই বিষয়ে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, ওই পার্কটি তার পুরপ্রধানের পদে বসার আগে থেকেই বন্ধ রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হুগলির গঙ্গার জলে ভেসে এল একটি আস্ত চারচাকা গাড়ি
তিনি জানান এই অঞ্চলটির জনবসতি তুলনামূলকভাবে কম যে কারণে পার্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিছু অসাধু ব্যক্তি সন্ধ্যার পরে ওই পার্কে মদ গাঞ্জার আসর শুরু করে দিত তাই বাধ্য হয়ে পার্কটিকে বন্ধ রাখতে হয়েছে।
Rahi Haldar
Location :
First Published :
August 11, 2022 4:42 PM IST