Hooghly: লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী

Last Updated:

লোক আদালতে বিচার বিভাগীয় পদে পাহাড় জয়ী বঙ্গ কন্যা। একজন সমাজ কর্মী হিসেবে শনিবার শ্রীরামপুর লোক আদালতে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী বঙ্গকন্যা পিয়ালী বসাক।

+
title=

#হুগলি : লোক আদালতে বিচার বিভাগীয় পদে পাহাড় জয়ী বঙ্গ কন্যা। একজন সমাজ কর্মী হিসেবে শনিবার শ্রীরামপুর লোক আদালতে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী বঙ্গকন্যা পিয়ালী বসাক। ভারতের বিচারব্যবস্থার বিরােধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ এবং সাম্প্রতিক সংযোজন হল লোক আদালত। ভারতের মতাে বিশাল জনবহুল ও দারিদ্র্য পীড়িত দেশের মানুষের কাছে স্বল্প ব্যয়ে দ্রুত মীমাংসা ঘটিয়ে ন্যায়বিচার ঘটানো লোক আদালতের মূল উদ্দেশ্য। লোক আদালতে সমাজকর্মী পদে মানুষের সেবা করতে পেরে খুশী পিয়ালী। পাহাড়জয়ী বঙ্গ কন্যার কঠিন জীবন সংগ্রামের কাহিনী সবারই অবগত।
পাহাড় জয়ের পরেও এক মুহূর্ত থেমে নেই পিয়ালী। মানুষের স্বার্থে জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। এই কারণেই শ্রীরামপুর লোক আদালতের সমাজকর্মী পদে স্থান পেলেন তিনি। এখন থেকে বিচার বিভাগীয় কাজে মানুষের দ্রুত সমস্যা সমাধানের মীমাংসার দায়িত্ব তাঁর উপরে।
advertisement
advertisement
এই বিষয়ে লোক আদালতের আধিকারিক শর্মিষ্ঠা ঘোষ জানান, পিয়ালী বসাকের সাফল্য সম্পর্কে সবাই অবগত। একইসঙ্গে পিয়ালী একজন সমাজ কর্মীও। তাই সংবিধানের ধারা অনুযায়ী লোক আদালতে একজন সমাজকর্মীর স্থান থাকে বিচারবিভাগীয় কাজে সহায়তা করার জন্য। সেই পদেই বসানো হয়েছে পিয়ালী বসাককে।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
বিচার বিভাগীয় কাজে সাহায্য করতে পেরে খুশি পিয়ালী। এই বিষয়ে পিয়ালী জানান তিনি নিজেও একজন সমাজ কর্মী। গরিব দুঃস্থ মানুষদের জন কাজ করতে পারে তিনি খুশি। তিনি আরও জানান আগামীতেও তিনি এই কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement