TRENDING:

Hooghly News: ভগ্নপ্রায় চেহারা উধাও, নতুন করে সেজে উঠেছে মানকুণ্ডুর মানসিক হাসপাতাল

Last Updated:

জেলার মধ্যে এই একটি মাত্র মানসিক হাসপাতাল রয়েছে দীর্ঘকাল ধরে এই হাসপাতাল নিয়ে নানা টানা পড়েন চলে এসেছিল। ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল হাসপাতালে বিল্ডিং। অবশেষে ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে নতুনভাবে সেজে উঠছে হাসপাতালটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: হুগলির মানকুণ্ডুতে রয়েছে একটি মানসিক হাসপাতাল। জেলার মধ্যে এই একটি মাত্র মানসিক হাসপাতাল রয়েছে যেখানে মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা করানো হয়। দীর্ঘকাল ধরে এই হাসপাতাল নিয়ে নানা টানা পড়েন চলে এসেছিল। ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল হাসপাতালে বিল্ডিং। অবশেষে ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে নতুনভাবে সেজে উঠছে হাসপাতালটি।
advertisement

পুরসভার সূত্রে খবর, হাসপাতালটিকে বাঁচিয়ে রাখার জন্য পুরসভার আধিকারিক ও পুর প্রধানরা নিজেদের আপ্রাণ চেষ্টা করেছিলেন। এক সময় কথা উঠেছিল হাসপাতাল-সহ সেই সমস্ত জায়গা বিক্রি হয়ে যাবে। কিন্তু তা হয়নি বরং নতুন করে পুরনো বিল্ডিংয়ের পাশেই তৈরি হয়েছে নতুন একটি বিল্ডিং। তিন তলা এই বিল্ডিং এ পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বিভাগ করে রোগী পরিষেবা মিলবে। একইসঙ্গে তৈরি হবে হাসপাতালের মধ্যে ফুলের বাগান-সহ রোগীদের পরিবারের লোকজনদের স্থায়ী বসার জায়গা। এর জন্য সরকারের পক্ষ থেকে ৪০ লক্ষ টাকার একটি ফান্ড দেওয়া হয়েছে পুরসভাকে।

advertisement

এ বিষয়ে পুরপ্রধান প্রলয় চক্রবর্তী বলেন, তিনি পদে থাকুন আর না থাকুন  একজন ভদ্রেশ্বরের বাসিন্দা হিসেবে মানকুন্ডুর মানসিক হাসপাতালতাদের কাছে ঐতিহ্য। সেটিকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তারা। সংস্কার কাজ ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে। নতুন করে কুড়িটি বেড আনা হয়েছে একতলার জন্য। প্রত্যেক রোগী কখন কি খাওয়া দাওয়া করবে? কখন তাদের কোন চিকিৎসক দেখতে আসবে সমস্ত কিছু চার্ট করে লাগানো হয়েছে হাসপাতালের দেওয়ালে। রোগীর পরিবার-পরিজনদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: আম কুড়োতে গিয়ে শিশুদের সামনে এ কী উদ্ধার! তীব্র আতঙ্ক ছড়াল হুগলিতে

ওই হাসপাতালে আসা এক রোগীর পরিবারের লোকজন বলেন, আগের থেকে হাসপাতালে পরিষেবা অনেক উন্নত হয়েছে। নিয়ম মাফিক চিকিৎসকরা রোগী দেখতে আসেন। নতুন পরিষেবা পাওয়াতে খুশি রোগের পরিবারের লোকজনরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ভগ্নপ্রায় চেহারা উধাও, নতুন করে সেজে উঠেছে মানকুণ্ডুর মানসিক হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল