Hooghly News: আম কুড়োতে গিয়ে শিশুদের সামনে এ কী উদ্ধার! তীব্র আতঙ্ক ছড়াল হুগলিতে
- Published by:Teesta Barman
Last Updated:
Hooghly News: সাত সকালেই উদ্ধার হয়েছে বোমা। জানতে পারেন, ছোট ছোট বাচ্চারা আম কুড়াতে গিয়ে নাকি দেখতে পায় ড্রামভর্তি বোমা। কীভাবে বিপুল পরিমাণে বোমা রাখা হল!
খানাকুল: সাত সকালেই ড্রামভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের পলাশপাই দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের খুনিয়াচক এলাকায়। বৃহস্পতিবার কালবৈশাখীর ঝড় হয়। তাই সকালে এলাকার ছোট ছোট বাচ্চারা বাগানে আম কুড়াতে গিয়েছিল। তখনই এলাকায় তারা দুটি বোমা পড়ে থাকতে দেখে। সেগুলিকে তালের আঁটি ভেবে হাতে তোলে।
কিন্তু পরিবারের লোকেরা দেখে বুঝতে পারেন ওগুলি বোমা। বিপদ হতে পারে ভেবে সেগুলি জলে ছুড়ে দেন। তারপর তাঁরা বাগানে গিয়ে দেখেন, সেখানে এক ড্রামভর্তি বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন খানাকুল থানায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, সাত সকালেই উদ্ধার হয়েছে বোমা। জানতে পারেন, ছোট ছোট বাচ্চারা আম কুড়াতে গিয়ে নাকি দেখতে পায় ড্রামভর্তি বোমা। কীভাবে বিপুল পরিমাণে বোমা রাখা হল, তা নিয়ে রহস্য বেঁধেছে গোটা এলাকায়।
advertisement
পুরো ঘটনাযর খবর যায় খানাকুল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা উদ্ধার করে এবং মাটিতে পুঁতে রাখা ওই বোমগুলি থানায় নিয়ে যায়। কীভাবে বোমা এলাকায় এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 3:09 PM IST
