মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম ইংরাজি বিষয়ের গৃহ শিক্ষক বিদ্যুৎ বাবুর কাছে এবং শেষ মুহূর্তের ছাত্র ছাত্রীদের সাজেশন দিলেন। ইংরাজি মানেই ছাত্র-ছাত্রীদের মনে একটা ভয় থাকে,তাই তিনি জানালেন কিছু সহজ উপায়।
আরও পড়ুন : ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে
advertisement
গৃহশিক্ষক বিদ্যুৎবাবু প্রথমেই বলেন ইংরাজি ঘিরে ছাত্রছাত্রীদের একটা ভয় থাকে। তাই ভয় কাটাতে তিনি বলেন, প্রতিদিন ইংরাজি টেক্সট বইটি অত্যন্ত দু থেকে তিন ঘন্টা পড়তে হবে। প্রথমে রাইটিং এর উপর জোর দিতে হবে। কারণ রাইটিংয়ে ৩০ নাম্বার আছে। তিনি বার বার বলেন রাইটিং নিজে লিখতে শিখতে হবে। তার কারণ যেন খুব বড় না হলেও ছোট করে লিখতে পারে। তার সঙ্গে গ্রামারগুলো যা যা টেস্ট পেপারে আছে সেগুলো ভাল করে প্র্যাকটিস করার জন্য বলেন।
আরও পড়ুন : পুরুলিয়ায় বাগদেবীর আরাধনা করেন মহিলা পুরোহিতরা, জানেন কোথায়!
ছাত্রছাত্রীরা এতদিন যা যা পড়েছে বা প্র্যাকটিস করেছে সেগুলো একটু ভাল করে নজর দিতে হবে। বিশেষ করে ইংরাজি থেকে নিজের মতো করে ভাবতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের জন্য একটা কথা বার বার বলেন যে ভয় পাওয়ার কোনও দরকার নেই।বাড়িতে প্র্যাকটিস করা এবং রাইটিং-এর উপর জোর দেওয়ার কথায় বলেন। সবশেষে তাঁর আশা, ছাত্র-ছাত্রীদের ভালো পরীক্ষা হোক এবং আরামবাগ মহকুমায় মাধ্যমিকের ফল ভাল হোক।