IRCTC EMI Offer: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে

Last Updated:

IRCTC EMI Offer: ঘুরে ধীরে ধীরে শোধ করুন ভ্রমণের খরচ 

আগামী ১৫  মার্চ থেকে শুরু হতে চলছে বিশেষ ভ্রমণের প্যাকেজ ট্যুর
আগামী ১৫  মার্চ থেকে শুরু হতে চলছে বিশেষ ভ্রমণের প্যাকেজ ট্যুর
হাওড়া : ঘুরতে কার না যেতে ইচ্ছে করে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অর্থ | একসঙ্গে পরিবারের তিন থেকে চারজন ঘুরতে গেলেই প্রয়োজন বিশাল অর্থের | এ বার ভ্রমণপিপাসুদের জন্য দারুণ অফার আনল ভারতীয় রেলের ট্যুর সংস্থা IRCTC | ঘুরে এসে সহজ কিস্তিতে মেটান ভ্রমণের খরচ | এবার EMI এর মতো সুযোগ পাওয়া যাবে রেলের ট্যুরিজমে | এই মর্মে আগামী ১৫  মার্চ থেকে শুরু হতে চলছে বিশেষ ভ্রমণের প্যাকেজ ট্যুর |
এই ভ্রমণের জন্য আনা হচ্ছে "স্বদেশ দর্শন" নামে বিশেষ ট্যুরিজম ট্রেন | ট্রেন থেকে হোটেল এমনকি খাওয়া দাওয়া সব সুবিধাই পাওয়া যাবে এই বিশেষ ভ্রমণে | আপাতত দক্ষিণ ভারত ভ্রমণের ব্যবস্থা শুরু করা হচ্ছে বলে জানালেন IRCTC-র গ্রুপ জেনারেল ম্যানেজার, জাফর আজম | দক্ষিণ ভারতের বেশি কিছু স্থানে অল্প খরচে ভ্রমণের সুবিধা পাবে ভারতের ভ্রমণপিপাসু মানুষরা |
advertisement
আরও পড়ুন :  বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
IRCTC-র তরফে  জানানো হয়েছে, মূলত বয়স্ক মানুষের কথা মাথায় রেখেই এই ট্যুরের ব্যবস্থা করা হয়েছে | বয়স্কদের ক্ষত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে হোটেল বুকিং, বিভিন্ন জায়গায় ঘোরা-খুব সমস্যার হয়ে পরে | রেলের সঙ্গে এই ট্যুরে গেলে ট্রেন থেকে শুরু করে বাকি সবই মিলবে কোনও সমস্যা ছাড়াই | ২১ হাজার থেকে থেকে শুরু করে  সর্বোচ্চ ৪৩ হাজার টাকা পর্যন্ত প্যাকেজের রেট | বিশেষ এই  ট্যুরের জন্য সাধারণ ট্রেনের বদলে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের | এই বিশেষ ট্রেনে শুধুমাত্রই ট্যুরের সঙ্গে যুক্তরাই ভ্রমণ করতে পারবে |
advertisement
advertisement
আরও পড়ুন :  হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
গ্রুপ ভ্রমণের ক্ষত্রে মিলবে বিশেষ ছাড় | রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাহায্যে মিলবে EMI এর সাহায্য | সামান্য প্রসেসিং চার্জ ছাড়া EMI ক্ষেত্রে কোনও অতিরিক্ত খরচ লাগবে না বলে জানানো হয়েছে |  আমাদের রাজ্য ছাড়া ভিন রাজ্যের মানুষদের কথা মাথায় রেখেই এই ট্রেনে বেশ কয়েকটি স্টেশনে বোর্ডিংএর ব্যবস্থা করা হয়েছে | মুঙ্গের, ভাগলপুর, দুমকা হয়ে কলকাতা স্টেশন, তার পর সোজাসুজি ভ্রমণের গন্তব্যে পৌঁছবে ট্রেন | অনলাইনে বা IRCTC র দফতরে গেলেই মিলবে সুবিধা | দক্ষিণ ভারতের তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই ও  মল্লিকার্জুন ভ্রমণ করানো হবে প্রাথমিক পর্বে |
বাংলা খবর/ খবর/দেশ/
IRCTC EMI Offer: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement