IRCTC EMI Offer: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ অফার রেলের! বেড়িয়ে এসে টাকা দিন সুবিধেমতো সহজ কিস্তিতে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Debashish Chakraborty
Last Updated:
IRCTC EMI Offer: ঘুরে ধীরে ধীরে শোধ করুন ভ্রমণের খরচ
হাওড়া : ঘুরতে কার না যেতে ইচ্ছে করে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অর্থ | একসঙ্গে পরিবারের তিন থেকে চারজন ঘুরতে গেলেই প্রয়োজন বিশাল অর্থের | এ বার ভ্রমণপিপাসুদের জন্য দারুণ অফার আনল ভারতীয় রেলের ট্যুর সংস্থা IRCTC | ঘুরে এসে সহজ কিস্তিতে মেটান ভ্রমণের খরচ | এবার EMI এর মতো সুযোগ পাওয়া যাবে রেলের ট্যুরিজমে | এই মর্মে আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে চলছে বিশেষ ভ্রমণের প্যাকেজ ট্যুর |
এই ভ্রমণের জন্য আনা হচ্ছে "স্বদেশ দর্শন" নামে বিশেষ ট্যুরিজম ট্রেন | ট্রেন থেকে হোটেল এমনকি খাওয়া দাওয়া সব সুবিধাই পাওয়া যাবে এই বিশেষ ভ্রমণে | আপাতত দক্ষিণ ভারত ভ্রমণের ব্যবস্থা শুরু করা হচ্ছে বলে জানালেন IRCTC-র গ্রুপ জেনারেল ম্যানেজার, জাফর আজম | দক্ষিণ ভারতের বেশি কিছু স্থানে অল্প খরচে ভ্রমণের সুবিধা পাবে ভারতের ভ্রমণপিপাসু মানুষরা |
advertisement
আরও পড়ুন : বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
IRCTC-র তরফে জানানো হয়েছে, মূলত বয়স্ক মানুষের কথা মাথায় রেখেই এই ট্যুরের ব্যবস্থা করা হয়েছে | বয়স্কদের ক্ষত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে হোটেল বুকিং, বিভিন্ন জায়গায় ঘোরা-খুব সমস্যার হয়ে পরে | রেলের সঙ্গে এই ট্যুরে গেলে ট্রেন থেকে শুরু করে বাকি সবই মিলবে কোনও সমস্যা ছাড়াই | ২১ হাজার থেকে থেকে শুরু করে সর্বোচ্চ ৪৩ হাজার টাকা পর্যন্ত প্যাকেজের রেট | বিশেষ এই ট্যুরের জন্য সাধারণ ট্রেনের বদলে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের | এই বিশেষ ট্রেনে শুধুমাত্রই ট্যুরের সঙ্গে যুক্তরাই ভ্রমণ করতে পারবে |
advertisement
advertisement
আরও পড়ুন : হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
গ্রুপ ভ্রমণের ক্ষত্রে মিলবে বিশেষ ছাড় | রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাহায্যে মিলবে EMI এর সাহায্য | সামান্য প্রসেসিং চার্জ ছাড়া EMI ক্ষেত্রে কোনও অতিরিক্ত খরচ লাগবে না বলে জানানো হয়েছে | আমাদের রাজ্য ছাড়া ভিন রাজ্যের মানুষদের কথা মাথায় রেখেই এই ট্রেনে বেশ কয়েকটি স্টেশনে বোর্ডিংএর ব্যবস্থা করা হয়েছে | মুঙ্গের, ভাগলপুর, দুমকা হয়ে কলকাতা স্টেশন, তার পর সোজাসুজি ভ্রমণের গন্তব্যে পৌঁছবে ট্রেন | অনলাইনে বা IRCTC র দফতরে গেলেই মিলবে সুবিধা | দক্ষিণ ভারতের তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই ও মল্লিকার্জুন ভ্রমণ করানো হবে প্রাথমিক পর্বে |
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 6:10 PM IST