Purulia News : পুরুলিয়ায় বাগদেবীর আরাধনা করেন মহিলা পুরোহিতরা, জানেন কোথায়!

Last Updated:

Saraswati Puja 2023: মহিলা পুরোহিত দ্বারা পূজিত হন বাগদেবী। এক অনন্য দৃশ্যের দেখা মেলে পুরুলিয়ায়। দেখে নিন কোথায়!

+
নিস্তারিণী

নিস্তারিণী কলেজের মেয়েরা পড়ছেন পৌরহিত্যের পাঠ

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : কথা আছে যে নারী রাঁধতে জানে সে চুলও বাঁধতেও জানে। পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে নারী। সৃষ্টির অপর নাম নারী। নারীরা যে পুরুষের তুলনায় কোন অংশেই পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করে দিল পুরুলিয়ার নিস্তারিণী কলেজের মেয়েরা।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তার পরই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বঙ্গ। সরস্বতী বন্দনার এক অনন্য রূপ দেখা যাবে পুরুলিয়ায়। সনাতন ধর্ম মতে পুরুলিয়া নিস্তারিণী কলেজের ছাত্রীরা আরাধনা করবেন বাগদেবীর। ইতিমধ্যেই হিন্দু শাস্ত্র অনুযায়ী তারা নিচ্ছে পুজো করার প্রশিক্ষণ। এ বিষয়ে কলেজের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ২০০৫ সাল থেকে ছাত্রীরা এই পুজো করে আসছে। সমস্ত জায়গায় পুরুষ পুরোহিতেরাই পুজো করে থাকেন। যে কাজ পুরুষরা করতে পারেন তা নারীরাও করতে পারেন। সেই ভাবনা থেকেই এই পুজো মেয়েদের দিয়েই করানো হচ্ছে। এই কলেজের ছাত্রীরা যথেষ্ট নিপুণতার সাথে পুজোর করে থাকেন।
advertisement
আরও পড়ুন :  হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
যে সকল ছাত্রীরা এই পুজোর সঙ্গে যুক্ত, তাঁদের এক মাস আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয় পুরোহিত মহাশয় বলেন, ছেলেদের প্রশিক্ষণ দিতে যতখানি সময় লাগে তার থেকে অনেক কম সময়ে মেয়েরা পুজোর নিয়মবিধি শিখে নেয়। মেয়েদের মধ্যে যতখানি আন্তরিকতা দেখা যায় ততটা ছেলেদের মধ্যে দেখা যায় না।
advertisement
advertisement
আরও পড়ুন :  বহু বাধা পেরিয়ে বিয়ে ভিন ধর্মে, সুনীল-মানার তিন দশকেরও বেশি পুরনো দাম্পত্যে চিরবসন্ত
পুজোর সঙ্গে জড়িত ছাত্রীরা জানিয়েছেন , যা তারা কোনওদিন কল্পনাই করতে পারেননি, নিস্তারিণী কলেজের উদ্যোগে সেটাই তারা বাস্তবে করতে পারবে। মূলত নিস্তারিণী কলেজে হোস্টেলে থাকা ছাত্রীরাই পৌরহিত্যের কাজে জড়িত হতে পারেন। তারা খুবই খুশি এই পুজোয় অংশগ্রহণ করতে পেরে।
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : পুরুলিয়ায় বাগদেবীর আরাধনা করেন মহিলা পুরোহিতরা, জানেন কোথায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement