দুর্গাপূজার ঠিক এক মাসের মাথায় শুরু হয় জগদ্ধাত্রীরা আরাধনা। হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পূজা এতটাই বৃহৎ আকারে হয় যার সুখ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা দেশব্যাপী। দুর্গাপূজার মতন জগদ্ধাত্রী পুজো হয় চার দিন ধরে। ঠাকুর দেখতে রাস্তায় নামেন কাতারে কাতারে মানুষ। বৃহৎ আকাশ ছোঁয়া জগদ্ধাত্রী প্রতিমা পূজিত হয় মণ্ডপে মন্ডপে। বিজয় দশমীর দিন থেকে বিভিন্ন মণ্ডপ গুলিতে তাদের প্রতিমার কাঠামো পুজো হয়।
advertisement
আরও পড়ুনঃ দেবীকে ১০৮ নীলকমল ও ১০৮ টি প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি
সেই কাঠামোতেই বছরের পর বছর ধরে তৈরি হয়ে আসছে দেবী জগদ্ধাত্রীর মূর্তি। কাঠামো পুজোর মধ্যে দিয়ে বলা চলে আনুষ্ঠানিকভাবে সূত্রপাত হলো জগদ্ধাত্রী পূজার। এই বিষয়ে স্থানীয় একটি ক্লাবের পূজা উদ্যোক্তা জানান, চন্দননগরের বাসিন্দারা দুর্গাপূজায় কতটা আনন্দ করেন না যতটা তারা জগদ্ধাত্রী পূজায় করেন। দুর্গাপূজায় যেমন দূরদূরান্ত থেকে বহু মানুষ কলকাতায় ভিড় জমান ঠাকুর দেখতে ঠিক তেমনি জগদ্ধাত্রী পূজা তেও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে
Rahi Haldar