এক কথায় বলা চলে, চন্দননগরের জগদ্ধাত্রীর শোভাযাত্রা যেন অনেক বেশি স্বর্ণময় হয়ে উঠেছিল হেলাপুকুর সর্বজনীনের সোনার কাজ দেখার জন্য। শোভাযাত্রায় অংশ নেওয়া ৬২ টি পুজো কমিটির বিভিন্ন থিমের আলো দেখা গিয়েছে এদিন শোভাযাত্রায়।
আরও পড়ুন: কপালে সিঁদুর পরে, মাথায় শাড়ির ঘোমটা টেনে দেবীকে বরণ করেন পুরুষরা!
advertisement
রাত জাগতে বিকাল থেকেই মানুষ ভীড় জমিয়েছেন, চন্দননগর স্ট্যান্ড রোড, লক্ষীগঞ্জবাজার, তালডাঙ্গা,পালপাড়া রোড, বাগবাজার চৌমাথা, জি টি রোড জ্যোতির মোড়-সহ শোভাযাত্রা প্রদক্ষিনের প্রায় ৮ কিলোমিটার রাস্তায়। আলোতে ছিল, বিভিন্ন পৌরানিক কাহিনী, মহাভারত,সামাজিক সচেতনতা বার্তা, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে আলো, ডিজনিল্যান্ড, বিভিন্ন ফুল ফল পাখি।
শোভাযাত্রায় দেখা গেছে কেরলের ইন্সট্রুমেন্টাল মিউজিক বোলপুরের মিউজিকাল ব্যান্ড। তবে সোনার সাজে জগদ্ধাত্রী নজর কেড়েছে সবার। কেউ সেলফি তুলছে তো কেউ অবাক চোখে দেখছে মায়ের অপরূপ সৌন্দর্য্য।
হেলাপুকুর বারোয়ারীর সম্পাদক সুমিত সরকার বলেন,হেলপুকুর চন্দননগরে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গতবছরও সেনকো গোল্ডের তরফে সোনার সাজ দেওয়া হয়েছিল। একশ কেজি নাকি আরও বেশি তা স্পষ্ট করেননি সুমিত। তবে জগদ্ধাত্রীর গোটা সাজটাই সোনার হওয়ায় দুজন বন্দুক ধারী পুলিশ ও নিজস্ব নিরাপত্তারক্ষী দিয়ে শোভাযাত্রা চলে।
রাহী হালদার