খেলার শুরুতে বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। দুই দেশের জাতীয় সংগীতেই গলা মিলাতে দেখা যায় দুই দেশের খেলোয়াড় ও সেখানকার স্থানীয় মানুষদের। এক কথায় বলা চলে সম্প্রীতির এক অনন্য নিদর্শন বুধবার বিকেলে কোন্নগরের মানুষজন উপভোগ করেন। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের রাখি পরিয়ে ভাতৃত্বের নিদর্শন রাখেন স্থানীয় মানুষরা।
আরও পড়ুনঃ কীভাবে তৈরি হয় শোলার কদমফুল? দেখুন...
advertisement
বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় ভাতৃত্বের মেলবন্ধনের এই ফুটবল খেলাটি। দুই দেশের প্রাক্তন ফুটবলারদের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বহু সংখ্যক দর্শক। মাঠে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। এই ফুটবল খেলা উপলক্ষে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস জানান, এই ধরনের ভ্রাতৃত্বের বার্তা যত এগোবে আগামী দিনে দুই দেশের মধ্যে দূরত্ব কমে আসবে।
আরও পড়ুনঃ বাচ্চাদের খেলার পার্ক দীর্ঘদিন বন্ধ! পরিণত হয়েছে জঙ্গলে
তিনি আরও জানান, দুই বাংলার মধ্যে মিল রয়েছে সবকিছুরই। দুই দেশের বৈচিত্র এক ভাষা এক খালি দূরত্বটা কাঁটাতারের। এই ফুটবল খেলার মাধ্যমে সেই দূরত্বের অবসান ঘটানোরই একটি স্বল্প প্রচেষ্টা।
Rahi Haldar