Hooghly: কীভাবে তৈরি হয় শোলার কদমফুল? দেখুন...

Last Updated:

শারদোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে চারিদিকে। পুজোর উপাচার থেকে প্রতিমা মন্ডপ সজ্জার সরঞ্জামের সঙ্গে যুক্ত যারা তাদের ব্যস্ততাও শুরু হয়েছে।

+
title=

#হুগলি : শারদোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে চারিদিকে। পুজোর উপাচার থেকে প্রতিমা মন্ডপ সজ্জার সরঞ্জামের সঙ্গে যুক্ত যারা তাদের ব্যস্ততাও শুরু হয়েছে। ব্যান্ডেল কেওটা মালাকার পাড়ায় সেই ব্যস্ততাই দেখা যাচ্ছে। এক সময় শোলার চাঁদমালা, মুকুট, ডাকের সাজ তৈরি হত মালাকার পাড়ার ঘরে ঘরে। বরাত আসত সারা বছর তবে দুর্গা পুজোর আগে চাহিদা বাড়ত। এখনও চাহিদা থাকে শোলার কাজের। তবে কারিগরের অভাব দেখা দিয়েছে। কাঁচা শোলার দাম বেড়েছে অনেকটাই,খাটুনির তুলনায় আয় কম হওয়ায় বর্তমান প্রজন্ম সেই ভাবে আগ্রহী নয়। তবে পূর্ব পুরুষের পেশা ধরে রাখতে চাইছেন কেউ কেউ। এক সময় পঞ্চাশ ষাটটি পরিবার মালাকার পাড়ায় শোলার কাজ করত।
খাটুনি বেশি লাভ কম বলে শোলার মুকুট ডাকের সাজ এখন আর হয়না, তবে কদম ফুল তৈরি করেন মালাকাররা। দুর্গা পুজোয় পদ্মফুল লাগে। আর শোলার কদম ফুল লাগে মঙ্গল ঘটে। দুর্গা পুজোর সময় সেই কদম ফুলের চাহিদা থাকে অনেক। মালাকার পাড়ায় তাই ব্যস্ততা তুঙ্গে।
আরও পড়ুনঃ ডেঙ্গু শনাক্তকরণের অত্যাধুনিক যন্ত্রাদির উদ্বোধন কোন্নগরে
বিভিন্ন রঙের কদম তৈরিতে ব্যস্ত মালাকাররা। কাঁচা শোলা রোদে শুকিয়ে মাপ মত কেটে খোসা ছাড়ানো হয়। দুধ সাদা শোলা কেটে নানা মাপের ফুল তৈরি হয়। চাহিদা মত রঙ লাগানো হয়। বাড়ি থেকে পাইকারি বিক্রি হয় এই শোলার ফুল। শারদোৎসবের সময় থেকে সারা বছর চাহিদা থাকে কদম ফুলের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র ছিল শ্রীরামপুরের কুঠিবাড়ি!
শোলার দাম অনেকটাই বেড়েছে গত বছর থেকে তাই ফুলের দামও বাড়তে হয়েছে কিছুটা।বছরের একটা নির্দিষ্ট সময় শোলা পাওয়া যায়। সেই শোলা কিনে মজুত করে রাখতে হয়। তাই এক সঙ্গে অনেক টাকা লগ্নি করতে হয়। ব্যাঙ্ক ঋণ পেলে ব্যবসা চালাতে সুবিধা হয় বলে জানান মালাকাররা।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: কীভাবে তৈরি হয় শোলার কদমফুল? দেখুন...
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement