আরও পড়ুনঃ বিরাট অভিযোগ দিলীপের! বললেন, ‘দুনিয়ার কোথাও ভোটে এমন অশান্তি হয় না’
পূর্ব রেল সূত্রে খবর, এই ডিজিটাল লক লাগানোর মধ্যে দিয়ে রুট রিলে ইন্টারলকিং রুমের সমস্ত তথ্য নখদর্পণে থাকবে পূর্ব রেলের। ডিজিটাল তালাটি খোলা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। যাঁদের কাছে বৈধ অনুমতি থাকবে, তাঁরাই শুধু ওই ঘরে ঢুকতে পারবেন। তার জন্য লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড ও ওটিপি। রুট রিলে রুম খোলার পর থেকে সমস্ত তথ্য রেকর্ড হবে ডিজিটাল তালার সংশ্লিষ্ট অ্যাপে। এবং কেউ রিলে রুম খুললে, বাকিদের কাছে চলে যাবে সেই সংক্রান্ত এসএমএস। ফলে সবাই জানতে পারবেন, কখন কে রিলে রুম খুলেছেন। তবে কোনও কারণে ভিতরে যান্ত্রিক ত্রুটি হলে বা আগুন লাগলে, নিজে থেকে খুলে যাবে রিলে রুমের দরজা।
advertisement
করমণ্ডল ও যশোবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই একটি বিষয় প্রায় স্পষ্ট হয়ে গেছে, ঘটনার নেপথ্যে রয়েছে সিগন্যালিং পোয়েন্টের গন্ডগোল। মেন লাইন ধরে যাওয়ার জন্য করমণ্ডলকে সবুজ সিগন্য়াল দেওয়া ছিল। কিন্তু, পয়েন্ট দেওয়া ছিল লুপ লাইনে। কিন্তু সিগন্যাল ও পয়েন্টের সমন্বয় ছিন্ন হল কী করে! যান্ত্রিক ত্রুটি না কী অন্য কোনও বিষয়, এই সব প্রশ্ন ঘিরেই নজরে এখন রিলে রুমের নিরাপত্তা।
রাহী হালদার






