আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আশাকর্মীর মৃত্যু, জখম শিশু সহ দু’জন
বিপুল পরিমাণ চোলাই নষ্টের এই ঘটনাটি ঘটেছে বুধবার। হুগলির আরামবাগের গৌরহাটির বারোয়ারি এলাকায়। অতর্কিতে অভিযান চালিয়ে আবগারি দফতর ও পুলিশের যৌথ বাহিনী ভাটিখানা ভেঙে দেয়। এদিন প্রায় ৪০ লিটার চোলাই ও ৪০০ লিটার মদ তৈরির সরঞ্জাম নষ্ট করেন আধিকারিকরা।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন ধরে এলাকায় বেআইনিভাবে মদ তৈরি হচ্ছিল। সন্ধের পর থেকেই মদের কটু গন্ধে অতিষ্ট হয়ে উঠতেন তাঁরা। এই ভাটিখানায় যারা মদ খেতে আসত তারা গ্রামবাসীদের গালিগালাজ করত বলেও অভিযোগ। একপ্রকার বাধ্য হয়ে আরামবাগ থানায় খবর দেয় গ্রামের মানুষ। পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। বেআইনি মদের কারবার করলে আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আইসি সুবিমল ভট্টাচার্য।
শুভজিৎ ঘোষ