Uttar Dinajpur News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আশাকর্মীর মৃত্যু, জখম শিশু সহ দু'জন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:CHANCHAL MODAK
Last Updated:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দুর্ঘটনায় আশাকর্মীর মৃত্যু, জখম আরও দু'জন
উত্তর দিনাজপুর: বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু আশাকর্মীর। এই দুর্ঘটনায় জখম হয়েছে এক শিশু সহ মোট দু’জন। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায়।
বুধবার বেলার দিকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের লাড়ুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর অঙ্গনওয়াড়ি কর্মী কবিতা মণ্ডলের (৩০) স্কুটিতে সজোরে ধাক্কা মারে পিছন দিক থেকে আসা একটি বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আশা কর্মীর। ওই ঘটনায় জখম হয় এক শিশু সহ মোট দু’জন। এদিকে দুর্ঘটনার পরই বাইক ফেলে রেখে পালিয়ে যায় তার চালক। স্থানীয়রা ছুটে এসে জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
মৃত আশাকর্মীর বাড়ি ইসলামপুর থানার গাইসাল-১ পঞ্চায়েতের দস্তোরা এলাকায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জানা গিয়েছে মৃত আশাকর্মী তৃণমূলের সদস্য ছিলেন।
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আশাকর্মীর মৃত্যু, জখম শিশু সহ দু'জন