Bankura News: মণিপুরের আদিবাসী মহিলা নির্যাতনের প্রভাব বাঁকুড়ায়

Last Updated:

মণিপুরে আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে অত্যাচারের প্রতিবাদে মিছিল বাঁকুড়ায়

+
title=

বাঁকুড়া: মণিপুরের আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই (নিউজ ১৮ বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি) উত্তাল গোটা দেশ। এই ইস্যুতে তোলপাড় হচ্ছে দেশের রাজনীতি। বিরোধীদের নিশানায় মোদি সরকার। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হলেও এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীদের লাগাতার প্রতিবাদে তা রোজ মুলতবি হয়ে যাচ্ছে। মণিপুরের সেই ঘটনার প্রভাব পড়ল বাঁকুড়াতেও। বুধবার প্রায় হাজার পাঁচেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ মণিপুরের ঘটনার নিন্দা জানিয়ে এবং দোষীদের কড়া শাস্তির দাবিতে মিছিল করলেন শালতোড়া বাজার এলাকায়।
বুধবার বাঁকুড়ার শালতোড়ায় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা মিলিত হয়ে মণিপুরের ওই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আদিবাসীদের বিশাল মিছিল শালতোড়া হাসপাতাল রোড ও বাজার পরিক্রমা করে বিডিও অফিস চত্তরে থামে। দোষীদের কড়া শাস্তির দাবিতে স্লোগান তোলেন তাঁরা।
advertisement
এই প্রতিবাদ মিছিল শেষে আদিবাসী সম্প্রদায়ের এক প্রতিনিধি দল শালতোড়ার বিডিও মানষ কুমার গিরির একসঙ্গে দেখা করে এই বিষয়ে ডেপুটেশন জমা দেন। এদিকে এমন একটি স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে আয়োজিত মিছিল ঘিরে যাতে কোনরকম অশান্তি না ছাড়ায় তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চারিদিক।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মণিপুরের আদিবাসী মহিলা নির্যাতনের প্রভাব বাঁকুড়ায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement