West Bardhaman News: কম্বল কাণ্ডে আসানসোল আদালতে হাজিরা জিতেন্দ্রর

Last Updated:

আসানসোল কম্বল কাণ্ডে জেলা আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা থেকে ট্রেনে চেপে এলেন তিনি

+
title=

পশ্চিম বর্ধমান: আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে আদালতে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আপাতত তিনি হাইকোর্ট থেকে পাওয়া জামিনে মুক্ত আছেন। তবে শর্ত হিসেবে তদন্তে সবরকম সহযোগিতা করছেন জিতেন্দ্র। আসানসোল জেলা আদালতে হাজিরা দেওয়ার জন্য বুধবার কলকাতা থেকে ট্রেনে করে শিল্প শহরে আসেন।
গত বছর আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় বিজেপি নেত্রী তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারির উদ্যোগে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের সূচনা করে বিরোধী দলনেতা বেরিয়ে যাওয়ার পরই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় কয়েক হাজার মানুষের মধ্যে। আর তাতেই পদপৃষ্ঠ হয়ে কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের তরফ থেকে জিতেন্দ্র ও চৈতালী তিওয়ারি সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল পুলিশ।
advertisement
advertisement
আসানসোল কম্বল কাণ্ডের তদন্ত শুরুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল বিনা অনুমতিতেই ওই অনুষ্ঠান করেছিল বিজেপি নেতৃত্ব। তদন্তের স্বার্থে চৈতালী তিওয়ারিকে জেরা ও জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষ জামিন পান আসানসোলের প্রাক্তন মেয়র। সেই মামলাতেই বুধবার আসানসোল আদালতে হাজিরা দিতে আসেন জিতেন্দ্র। এদিকে আপাতত বেশিরভাগ সময় কলকাতাতে থাকলেও এদিন আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন জিতেন্দ্র। যদিও মলয় ঘটককে ইডির তলব প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি। আগামী ডিসেম্বরে এই মামলায় আবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: কম্বল কাণ্ডে আসানসোল আদালতে হাজিরা জিতেন্দ্রর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement