Alipurduar News: জাতীয় সড়কে মুরগি বোঝাই গাড়ি উল্টে মৃত ২, আহত ১

Last Updated:

আলিপুরদুয়ারের কালচিনিতে জাতীয় সড়কের উপর মুরগি বোঝাই গাড়ি উল্টে দু'জনের মৃত্যু, আহত একজন

আলিপুরদুয়ার: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে মুরগি বোঝাই গাড়ি জাতীয় সড়কে উল্টে প্রাণ গেল দু’জনের। এই ঘটনায় গাড়ির মালিক ও চালক দু’জনেরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দোকানে পৌঁছনোর তাড়া থাকায় দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। সেই কারণেই সম্ভবত একপর্যায়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
বুধবার সকালে কালচিনির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে উপর মুরগি বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে দু’বার পাল্টি খেয়ে পাশের জঙ্গলে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির মালিক পুতুল পাল ও চালক মনোজ অধিকারীর। ওই গাড়িতে থাকা বিক্রম ঘোষ নামে আরও একজন আহত হয়েছেন।
advertisement
advertisement
এদিন সকালে পোল্ট্রি থেকে মুরগি নিয়ে গাড়িটি দোকানে পৌঁছে দিতে যাচ্ছিল। গন্তব‍্যে পৌঁছনর তাড়া ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। কালচিনির দমনপুর এলাকার কাছে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বিক্রম ঘোষকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জাতীয় সড়কে মুরগি বোঝাই গাড়ি উল্টে মৃত ২, আহত ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement