ভদ্রকালী গার্লস স্কুলের ছাত্রী অনিতা কুমারীর বাড়ি হিন্দমোটর রবীন্দ্রনগর এলাকায়। বুধবার দুপুরে বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন। বিকেল সাড়ে তিনটের মধ্যে তাঁর বাড়ি পৌঁছনোর কথা ছিল। সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে বাবা গৃহ শিক্ষকের বাড়িতে মেয়েকে আনতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর মেয়ে ওইদিন পড়তেই আসেননি।
advertisement
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
নিখোঁজ ওই ছাত্রীর বাবা পবন পাশওয়ান জানান, বুধবার দুপুর আড়াইটা নাগাদ তাঁর মেয়ের সঙ্গে শেষ বারের মতো কথা হয় মোবাইলে। তাঁর মেয়ে জানিয়েছিলেন, ১৫-২০ মিনিটের মধ্যেই সে বাড়ি ফিরে আসছে। তবে দীর্ঘক্ষণ বাদেও বাড়ি না ফেরায় চিন্তিত তাঁর বাবা শিক্ষকের কাছে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তাঁর মেয়ে অন্য কোথাও পড়তে গিয়েছেন। তারপর থেকেই মেয়েকে মোবাইলে ফোন করলে বারবার ফোনটি সুইচড অফ আসছে। তাঁদের মেয়ের কী হল! কীভাবে সে নিখোঁজ হয়ে গেল! সেই সমস্ত বিষয়ে চিন্তিত তাঁর পরিবারের লোকজন।
নিখোঁজ ছাত্রীর বাবা পবন পাশওয়ান আরও বলেন, পরীক্ষা নিয়ে মেয়ে টেনশনে থাকলেও পড়াশোনা করত। তাতে সে প্রতি বছরই ভাল ফল করেছে। মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে চোখের জলে ভাসছে গোটা পরিবার। পরিবারের তরফ থেকে উত্তরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নিখোঁজ ওই পরীক্ষার্থী এবং তাঁর সাইকেলের সন্ধান করছে।
রাহী হালদার