পার্ক যখন তৈরি হয়েছিল তখন পার্কে সব কিছুই ছিল। ছিল বয়স্কদের জন্য বসার জায়গা। বাচ্চাদের খেলার জন্য, স্লিপ, দোলনা, ঢেঁকি কিন্তু বর্তমানে সেই সব অতীত হয়েছে। জং ধরে নষ্ট হয়ে গেছে বাচ্চাদের খেলার ঢেকি, ছিড়ে পড়েছে দোলনা। বাচ্চাদেরকে নিয়ে বাড়ির লোকেরা এসে যে বসার জন্য জায়গা তৈরি করা হয়েছিল তাও ভেঙে পড়েছে। পার্কের মধ্যিখানে একটি বড় ফোয়ারা ছিল বছর দুয়েক আগে পর্যন্ত। বর্তমানে তা ও গায়েব। এখানেও জরাজির্ণ পার্কের অবস্থার হাল কবে ফিরবে তার উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: মেলেনি পাট্টা, গ্রামবাসীর বিক্ষোভে গোঘাটে বন্ধ জল প্রকল্পের কাজ
স্থানীয় এক বাসিন্দা বলেন, এক সময় যখন পার্ক তৈরি হয়েছিল তখন প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকত। তবে সেই পার্ক আস্তে আস্তে এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছে, স্থানীয় মানুষরা তাদের বাচ্চাদের নিয়ে পার্কে আসতে চাইছেন না। তার উপরে বিপদের আশঙ্কা পার্কের মধ্যে খোলা বিদ্যুতের তার।
আরও পড়ুন: কী ভাবে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে মদিনা গ্রামের এই চার্চ? জানলে অবাক হবেন
স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়নাথ ঝা, প্রাক্তন কাউন্সিলরকে দোষারোপ করেন। অন্যদিকে কাউন্সিলর জানান তিনি যখন নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন তখন থেকেই পার্কের এই বেহাল অবস্থা। তবে তিনি পৌরসভার কাছে আবেদন করেছেন এই পার্ক ঠিক করানোর জন্য। সেই আবেদন যত তাড়াতাড়ি মঞ্জুর হবে তত তাড়াতাড়ি পার্কের কাজ শুরু হবে।
রাহী হালদার