Hooghly News: কী ভাবে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে মদিনা গ্রামের এই চার্চ? জানলে অবাক হবেন

Last Updated:

সাধারণ মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে হুগলি জেলার গোঘাট-১ নম্বর ব্লকের মদিনা গ্রামের চার্চ।

+
মদিনা

মদিনা গ্রামের চার্চ

গোঘাট: সাধারণ মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে হুগলি জেলার গোঘাট-১ নম্বর ব্লকের মদিনা গ্রামের চার্চ। এই চার্চটির প্রধান ফটকে 'মদিনা গ্রিক অর্থডক্স চার্চ' লেখা থাকলেও চার্চের ফাদার ফিলিপ সুকুমার মন্ডল জানালেন, তাঁদের চার্চটি আসলে 'হোলি আগিয়স্কেপি চার্চ'। প্রতি রবিবার এই চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বছরের বিভিন্ন সময় বড়দিন সহ বিশেষ বিশেষ দিনগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশেপাশের গ্রামের বেশ কিছু মানুষ এই প্রার্থনা সভায় যোগ দেন। ফাদার জানান, ১৯৮৮ সালে তিনি খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করেন। তারপর এলাকার আরও বেশ কিছু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ এলাকায় একটি চার্চ গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হন যদিও আর্থিক সমস্যা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
এরপর ২০০০ সালে বিঘে খানেক জমি কেনা হয়, গড়ে ওঠে এই চার্চ। তারপর থেকে নিয়মিত এখানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষও প্রভু যীশুর উপর নিজেদেরকে সমর্পণ করার পথ খুঁজে পেয়েছেন। আর তা থেকেই সাধারণ মানুষের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে।
advertisement
মঞ্জুশ্রী মন্ডল দাস নামে এক শিক্ষিকা জানালেন, তিনি নিয়মিত এই চার্চে আসেন। প্রার্থনা সভায় যোগ দেন। এছাড়াও অন্যান্য যারা আসেন তাঁদের সঙ্গে যীশুখ্রিষ্টের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তার মধ্যেই মানসিক শান্তি খুঁজে পান।
advertisement
চার্চের ফাদার ফিলিপ সুকুমার মন্ডল জানালেন, তাঁদের ইচ্ছা রয়েছে, এই চার্চকে আরও বেশি করে মানব সেবার কাজে লাগাতে। এর জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা ইত্যাদির আয়োজন করার ইচ্ছা আছে। কিন্তু উপযুক্ত ভবনের অভাবে তা সম্ভব হয়ে উঠছে না।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: কী ভাবে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে মদিনা গ্রামের এই চার্চ? জানলে অবাক হবেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement