Hooghly News: রাজস্থানের অনুকরণে, গরমে 'এই' ভাবে পথচারীদের জল দিচ্ছেন ব্যবসায়ীরা
- Published by:Sayani Rana
Last Updated:
মাটির জালাতে ট্যাপকলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করেছেন। রাখা রয়েছে গ্লাস। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা সেখান থেকে তেষ্টা মেটাতে পানীয় জল সংগ্রহ করছেন।
আরামবাগ: তীব্র দাবদাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। একটু বেলা বাড়ার পর থেকেই বাইরে বের হওয়া যাচ্ছে না। তবুও জরুরী কাজে এবং অন্যান্য প্রয়োজনে কিছু মানুষকে বাইরে যেতেই হয়। আর তাঁদের কথা ভেবেই রাস্তার ধারে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করলেন দুই ব্যবসায়ী।
তাঁরা হলেন বাবর আলি খান এবং সইদুল ইসলাম। আরামবাগ শহরের পিসি সেন রোডের ছায়াবানী সিনেমাতলা এলাকায় এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। মাটির জালাতে ট্যাপকলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করেছেন। রাখা রয়েছে গ্লাস। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা সেখান থেকে তেষ্টা মেটাতে পানীয় জল সংগ্রহ করছেন।
advertisement
advertisement
এই বিষয়ে উদ্যোক্তারা জানালেন, রাজস্থানে তাঁরা দেখেছেন, রাস্তার ধারে এই ধরনের ব্যবস্থা থাকে। সেই ভাবনা থেকেই তাঁরা সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগ নিয়েছেন। যতদিন গরম থাকবে ততদিন এটি চালিয়ে যাবেন।
advertisement
স্থানীয়রা জানান প্রচন্ড তাপপ্রবাহ জেরে নাজেহাল হতে হচ্ছে। জরুরী কাজে বাইরে বের হতে হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা রেখেছে শুধু তাই নয় অভিনব ভাবে মাটির জ্বালাতে ট্যাপকলের মাধ্যম দিয়ে যাতে ঠান্ডা জল থাকে তারও ব্যবস্থা রেখেছে। এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 4:53 PM IST