Hooghly News: মাসে মাসে জন্মদিন পালন হয় স্কুলে! জানলে অবাক হবেন আপনিও
- Published by:Sayani Rana
Last Updated:
যে মাসে যে যে ছাত্রের জন্মদিন থাকে তাদের সকলের জন্মদিন ঐ একদিনে পালন করা হয় হুগলির খানাকুল মার্জপুর প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিমাসে ছোট ছোট খুদে পড়ুয়াদের জন্মদিন পালনের মুখ্য উদোক্তা প্রধান শিক্ষক দেবাশীষ মুখার্জি।
খানাকুল: 'হ্যাপি বার্থডে টু ইউ' গানে মুখরিত স্কুল প্রাঙ্গন। তবে একদিন নয় প্রতি ইংরাজি মাসেই এই গান শোনা যায় স্কুলে। মাসে একদিন করে স্কুলে জন্মদিন পালন করেন প্রধান শিক্ষক। কার জন্মদিন? যে মাসে যে যে ছাত্রের জন্মদিন থাকে তাদের সকলের জন্মদিন ঐ একদিনে পালন করা হয় হুগলির খানাকুল মার্জপুর প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিমাসে ছোট ছোট খুদে পড়ুয়াদের জন্মদিন পালনের মুখ্য উদোক্তা প্রধান শিক্ষক দেবাশীষ মুখার্জি।
এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছোট ছোট পড়ুয়ারা সাজিয়ে তোলে স্কুলের বাড়িটি, যাদের জন্মদিন থাকে ওই মাসে তারা মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটে। তাদের সঙ্গে যোগ দেন হেডস্যারও। উপহারও দেওয়া হয় পড়ুয়াদের। উপহার হিসাবে দেওয়া হয় একটি করে ছোট চারা গাছ। সেই সঙ্গে গাছ লাগাও প্রাণ বাঁচায়ের পাঠও দেওয়া হয়। তারপর থাকে জন্মদিনের ভোজ।
advertisement
advertisement
মিডডে মিলে সবাই খায় স্পেশাল মেনু। মাংস তো থাকেই সঙ্গে থাকে পায়েস।দেবাশীষবাবু নিজের উদ্যোগে প্রায় পাঁচ বছর ধরে এভাবেই ছাত্র-ছাত্রীদের নিয়ে পড়ুয়াদের জন্মদিনের উৎযাপন করেন বিদ্যালয়ে। প্রধান শিক্ষক সকলকে নিয়ে নিজে হাতে কেক কাটান খাওয়া দাওয়া মজা করে সারা দিন কেটে যায়।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 3:02 PM IST
