আরামবাগ: আনুমানিক ৪০০ বছরের ঐতিহাসিক দীঘির মেলা শুরু হল। আমবারুনি দিন থেকে শুরু হয় এই মেলা। প্রাচীন রীতি মেনে আজও চলে আসছে মেলা। এই মেলা হয় আরামবাগের ডিহিবায়রায় এলাকায়। প্রায় এক সপ্তাহ ধরে চলে এই মেলা। দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত এসে দীঘিতে স্নান করে পাশেই থাকা দেবী দুর্গা মন্দিরে পুজো দেন।
আরামবাগের গড়বাড়ির রাজা রণজিৎ রায় বিশালক্ষী মায়ের মন্দিরে স্বপ্নাদেশ দর্শন পেয়ে মা দুর্গাকে কন্যা রূপের এই মন্দিরে পূজা করেন। আম এবং শাখা দিয়েই দেবী দুর্গা পুজোর হয় এখানে। এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে এই রায়দীঘি মেলা।
আরও পড়ুন- হুগলিতে ব্যতিক্রমী ছবি! সংসার চালাতে কাপড়ে জরির কাজ পঞ্চায়েত উপপ্রধানেরস্থানীয় এক ব্যক্তি জানান "এই মেলাতে দেখতাম দূর-দূরান্ত থেকে মানুষ গরুর গাড়ি করে দেখতে আসত এবং এখনও প্রচুর মানুষের সমাগম হয়। এই মেলাতে বিখ্যাত ছিল কাঠের দোকান, মাদুর, কিন্তু বর্তমান যুগে আস্তে আস্তে এইসব হারিয়ে গিয়েছে এখন অন্যান্য জিনিস বিক্রি হয়।
আরও পড়ুন- অবিকল মানুষের মুখ! এ কেমন বাছুর জন্ম নিলো! গোঘাটে অলৌকিক ঘটনাঅন্যদিকে এক ব্যবসায়ী জানান রায়দীঘি মেলা মানেই প্রচুর মানুষের সমাগম এবং বেচাকেনা ভালই হয়। অন্যান্য মেলা থেকে এই মেলাতে সুন্দর পরিবেশ বজায় থাকে।
Suvojit Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news