পুড়শুড়া: রাজ্যের অনেক পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এমনকি সাধারণ সদস্যদের আর্থিক বাড়বাড়ন্ত নিয়ে ভুরিভুরি অভিযোগ রয়েছে। কিন্তু এক ব্যতিক্রমী ছবি দেখা গেল পুরশুড়া ব্লকের চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতে। স্বামী দিনমজুর, অন্যের জমিতে খেটে সংসার চালান। আর স্ত্রী উপপ্রধান হয়েও অনেক রাত পর্যন্ত কাপড়ে পাথর বসানোর কাজ করেন। এভাবেই সংসার চলে পঞ্চায়েতের উপপ্রধান রেনুকা বারিকদের।
নিজেদের জমিজমা কিছু নেই। সম্বল বলতে দু'কামরা বাড়ি। পাঁচ বছর উপপ্রধান থাকার পরেও তাঁদের আর্থিক অবস্থার কোনও বদল ঘটেনি। এমনকি আবাস যোজনার ঘর পর্যন্ত নেন নি। তাঁদের দুই ছেলে। বড় ছেলে সামনের বছর মাধ্যমিক দেবে। তার বইকেনা ও টিউশনি খরচ জোগাতেও হিমশিম খেতে হয়। স্থানীয় এলাকার বাসিন্দারা বলছেন কোনরকমই সংসার চালায় তাদের উপপ্রধান।
আরও পড়ুন: এ কেমন কাণ্ড! ইনোভা গাড়িতে লুকিয়ে ২টি গরু, গাড়ি কারা চালাচ্ছিল
অন্যদিকে উপপ্রধানের স্বামী জানিয়েছেন "সংসার চালাতে দিনমজুরির কাজ করতে হয়। তিনি বলেন বহুদিন ধরেই এভাবেই কষ্ট মধ্য দিয়ে সংসার চলছে। তবে তাতে কোন দুঃখ নেই।"
আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে আদৌ খুশি ছিটমহলের বাসিন্দারা? জানুন কী বলছেন তাঁরা
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন "পঞ্চায়েতের উপপ্রধান এবং তার স্বামী খুবই ভাল মানুষ। বিশেষ করে এরা একদিকে যেমন কাজ করে সংসার চালায় অন্যদিকে এলাকার মানুষেরও পাশে থাকে।"
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news