হোম /খবর /হুগলি /
ব্যাগ, পুতুল সহ বাকি সামগ্রী! মহিলাদের কাজ সবাইকে অবাক করে দিচ্ছে

Hooghly News: ব্যাগ, পুতুল সহ বাকি সামগ্রী! মহিলাদের কাজ সবাইকে অবাক করে দিচ্ছে

X
স্বনির্ভর [object Object]

পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হুগলির আরামবাগ মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম পাটের কাজ মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আরামবাগ: পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হুগলির আরামবাগ মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম পাটের কাজ মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে। মহিলারা পঞ্চায়েতে এসে পাট দিয়ে নিজের হাতে কিছু না কিছু তৈরি করে তাক লাগাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতা করেছে ব্লক এবং পঞ্চায়েত। তারা মূলত পাটের ব্যাগ,পুতুল, সহ একাধিক জিনিস তৈরি করছেন। এইসব তৈরি করে এলাকার বিভিন্ন মেলাতে তারা বিক্রিও করছেন।

স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য জানান পাট বাজার থেকে কিনে আনতে হয়। তারপর পাট বিনুনি করে বিভিন্ন জিনিস তৈরি হয়। এই গোষ্ঠীতে প্রায় ৫০ জন মহিলা যুক্ত। নিত্যনতুন জিনিস তৈরি করতে পেরে বেজায় খুশি বলে।

আরও পড়ুন: মাসে মাসে জন্মদিন পালন হয় স্কুলে! জানলে অবাক হবেন আপনিও

গোষ্ঠীর অন্য এক সদস্য বলেন,  "নানারকম হাতের কাজ হয় তার মধ্যে অন্যতম পাটের কাজ। এই কাজ করে মহিলারা অনেকটাই সাবলম্বী হতে পারছে। এর ফলে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মেলায় বিক্রি এবং অংশগ্রহণ করতে পারছি। মহিলারা গৃহকর্ম সেরে এই কাজ করে। পাশাপাশি রোজগারও করতে পারছে। তারা সকলেই সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

Suvojit Ghosh

Published by:Sayani Rana
First published: