Hooghly News: ব্যাগ, পুতুল সহ বাকি সামগ্রী! মহিলাদের কাজ সবাইকে অবাক করে দিচ্ছে

Last Updated:

পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হুগলির আরামবাগ মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম পাটের কাজ মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে।

+
স্বনির্ভর

স্বনির্ভর গোষ্ঠী

আরামবাগ: পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। হুগলির আরামবাগ মায়াপুর দু'নম্বর পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম পাটের কাজ মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে। মহিলারা পঞ্চায়েতে এসে পাট দিয়ে নিজের হাতে কিছু না কিছু তৈরি করে তাক লাগাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতা করেছে ব্লক এবং পঞ্চায়েত। তারা মূলত পাটের ব্যাগ,পুতুল, সহ একাধিক জিনিস তৈরি করছেন। এইসব তৈরি করে এলাকার বিভিন্ন মেলাতে তারা বিক্রিও করছেন।
স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য জানান পাট বাজার থেকে কিনে আনতে হয়। তারপর পাট বিনুনি করে বিভিন্ন জিনিস তৈরি হয়। এই গোষ্ঠীতে প্রায় ৫০ জন মহিলা যুক্ত। নিত্যনতুন জিনিস তৈরি করতে পেরে বেজায় খুশি বলে।
advertisement
advertisement
গোষ্ঠীর অন্য এক সদস্য বলেন,  "নানারকম হাতের কাজ হয় তার মধ্যে অন্যতম পাটের কাজ। এই কাজ করে মহিলারা অনেকটাই সাবলম্বী হতে পারছে। এর ফলে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মেলায় বিক্রি এবং অংশগ্রহণ করতে পারছি। মহিলারা গৃহকর্ম সেরে এই কাজ করে। পাশাপাশি রোজগারও করতে পারছে। তারা সকলেই সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ব্যাগ, পুতুল সহ বাকি সামগ্রী! মহিলাদের কাজ সবাইকে অবাক করে দিচ্ছে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement