Hooghly News: মেলেনি পাট্টা, গ্রামবাসীর বিক্ষোভে গোঘাটে বন্ধ জল প্রকল্পের কাজ
- Published by:Sayani Rana
Last Updated:
বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও পাট্টা পাওয়া যায়নি। সরকারি অফিসারদের বিক্ষোভ দেখিয়ে জল প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন পাট্টার জন্য আবেদন করা পরিবারগুলি।
গোঘাট: বারবার 'দুয়ারে সরকার'-এ সহ সরকারি বিভিন্ন দফতরে আবেদন জানিয়েও পাট্টা পাওয়া যায়নি। সরকারি অফিসারদের বিক্ষোভ দেখিয়ে জল প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন পাট্টার জন্য আবেদন করা পরিবারগুলি। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট ২ নম্বর ব্লকের বহড়াশোল গ্রামে।
জল প্রকল্পের জন্য সরকারি জমিতে গভীর নলকূপের মালপত্র নিয়ে মিস্ত্রি হাজির হওয়ায় তাদের কাজ বন্ধ করে দেয়। অভিযোগ ওই সরকারি জমিটি পাট্টার জন্য সরকারি বিভিন্ন দফতর-সহ দুয়ারে সরকারে আবেদন জানানো হয়েছিল কিন্তু আজও মেলেনি তার সুরাহা। খবর পেয়ে গোঘাট থানার বদনগঞ্জ বিগ হাউসে পুলিশ ও ভূমি রাজস্ব দফতর থেকে আধিকারিকরা এলাকায় গেলে তাদেরও বিক্ষোভ দেখায় পাট্টার আবেদন করা পরিবারগুলি।
advertisement
advertisement
পাট্টা আবেদনকারী চাষীদের বক্তব্য দীর্ঘ কয়েক বছর ধরে চাষ করে আসছি বেশ কয়েকটি পরিবার। এর ফলের সরকারি সমস্ত জমির কাগজ আছে কিন্তু কিছু অংশ সরকারি ভেসটেডল্যান্ডের জায়গার পাট্টা না পাওয়ার ফলে এই সমস্যা বলে জানান।
advertisement
পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসে ও প্রশাসনিক হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। পুলিশি আশ্বাসে জল প্রকল্পের জন্য মালপত্র তুলে নিয়ে চলে যায় ঠিকাদার। বন্ধ হয়ে যায়, জল প্রকল্পের কাজ। এখন প্রশ্ন উঠেছে পরিবার গুলি কি পাট্টা পাবে? না জল প্রকল্প বন্ধ থাকবে ?
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 5:39 PM IST