পরিবার সূত্রে জানা গেছে অমল বারি-র বন্ধু সুনীল পাত্র মদ খেয়ে বাড়ি গেলে তার স্ত্রী সঙ্গে বচসা হয় কিন্তু রাগ গিয়ে পড়ে অমলের উপর। সুনীলের স্ত্রী ধারণা বন্ধু অমল মদ খাইয়েছে তার স্বামীকে আর তার জেরে বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে। বচসা হতে হতে সুনীল অমলেরগলায় কাটারির কোপ মারে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন - Hooghly News: কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের ঢল
আরও পড়ুন- International Mother Language Day: বাংলা ভাষার জন্য দিয়েছিলেন প্রাণ, অযত্নে পড়ে আজ পৈত্রিক বাড়ি
এই বিষয়ে এক ব্যক্তি জানান সুনীল পাত্র মদ খাওয়ানোর জন্য বারবার অমলকে জোর করে কিন্তু ওই বন্ধু বাইরে থেকে মদ খেয়ে আসে বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যেই বচসা শুরু হয় আর তার জেরে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন।
পুরো ঘটনা নিয়ে খবর যায় খানাকুল থানায়।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Suvojit Ghosh






