Hooghly News: কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের ঢল
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি পালিত হল তাঁর জন্মস্থান হুগলির কামারপুকুরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে মঠ থেকে শুরু করে গোটা এলাকা সেজে উঠেছে।
হুগলি: মঙ্গলবার পালিত হল শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি হুগলি জেলার কামারপুকুরে। এদিন সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মতিথি উৎসব পালন হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উৎসবে সামিল মঠের মহারাজ, স্কুলের ছাত্রছাত্রীরা, এলাকার বাসিন্দারা-সহ বহু দূর -দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও । ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে মঠ থেকে শুরু করে গোটা এলাকা সেজে উঠেছে। মঠে হাজার হাজার মানুষের প্রসাদের আয়োজন করা হয়েছে।একদিকে মঠ চত্বরে জন্মতিথি উৎসব অন্যদিকে জাতি-ধর্ম ভুলে দর্শনার্থীরা আনন্দ উৎসবেসামিল হয়েছে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে তিন দিন ধরে উৎসব পালন করব। সকাল থেকেই চলছে ঠাকুরের মঙ্গল আরতি থেকে বিভিন্ন পূজোর আয়োজন। সকালে গোটা কামারপুকুর এলাকা জুড়ে শোভাযাত্রা বের হয় এবং প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ যোগ দেয়। সারাদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঠ থেকে কুড়ি হাজার মানুষকে প্রসাদ বিতরণ আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে এক দর্শনার্থী মহিলা জানান এই প্রথমবার রামকৃষ্ণদেবের জন্মতিতে এসে খুবই ভালো লাগছে। সারাদিনই ঠাকুরের জন্মস্থানে থাকব এবং প্রসাদ খাব। ঠাকুরের কাছে এটাই চাইবো সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক।সব মিলিয়ে ঠাকুরের জন্মতিথিতে আনন্দের সহিত ভোরে উঠেছে মঠ চত্বর।
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 11:47 AM IST