জানা যায় এক বিঘা জমি চাষ করতে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচা হয়।তারপরেও যদি দাম না থাকে কিভাবে লাভের মুখ দেখবে তা নিয়েচিন্তিত হুগলির চাষিরা।
আরও পড়ুন - Lady Finger Price: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই...
advertisement
এই বিষয়ে হুগলির এক চাষি বলেন আলুর দাম খুব একটা ভাল নেই। তারা মনে করছেন সরকার এবং ব্যবসায়ীরা না কেনার জন্য এই পরিস্থিতি। আলুর ফলন হলেও যদি নায্যদাম পাই তাহলে কোল্ড স্টোরে রেখে দেব।তিনি বলছেন যদি এক কাঠাজমিতে চার বস্তাকরে আলু চাষ হয়। বস্তা পিছু বর্তমান দাম ২০০ থেকে ২৫০ টাকা যার ফলে এই দামের খরচা পর্যন্ত উঠবে না বলে জানিয়েছেন।
আরও পড়ুন - Holi 2023| Hooghly News|| মাহেশ জগন্নাথ মন্দিরের বসন্ত উৎসবে মানুষের ঢল, দেখুন উৎসবের নানা মুহূর্তের ছবি
অন্যদিকে আরেক চাষি বলেন দাম না থাকার জন্য আমাদের মাথায় হাত পড়ে গেছে। ব্যাঙ্ক থেকে আর ঋণ নিয়ে কোনরকমে চাষ করলেও আলুর দাম নেই। তারা বলছেন কীভাবে সংসার চালাবেন এবং এই ঋণ শোধ করবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না চাষিরা।
Suvojit Ghosh





