TRENDING:

Hooghly News: চাষের খরচও উঠছে না, লাভ তো দূরের কথা, মাঠেই পরে আলু, চরম চিন্তায় চাষিরা

Last Updated:

আলুর দাম না থাকায় হতাশার মধ্যেই রয়েছে চাষিরা। ক্ষতির মুখেই পড়বে বলে দাবি চাষিদের  ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: আলুর দাম না থাকায় হতাশার মধ্যে রয়েছে চাষিরা। হুগলি জেলা জুড়ে আলু ব্যাপক চাষ হয়। কিন্তু আলুর দাম না থাকার হতাশায় চাষি মহল। আলুর দাম যদি না থাকে তাহলে ব্যাপক ক্ষতির্মুখে পড়ব বলে জানিয়েছে। চাষিদের দাবি একদিকে আলুর ফলন সেভাবে নেই অন্যদিকে আবার আলুর দামও নেই। আর তার জেরে ভেবে কুল পাচ্ছেন না চাষিরা।
advertisement

জানা যায় এক বিঘা জমি চাষ করতে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচা হয়।তারপরেও যদি দাম না থাকে কিভাবে লাভের মুখ দেখবে তা নিয়েচিন্তিত হুগলির চাষিরা।

আরও পড়ুন -  Lady Finger Price: ঢ্যাঁড়শ কিনতে গেলে বাজারে দাম অনেক, এদিকে চাষিরা মোটে পাচ্ছেন না টাকা , তাই...

advertisement

এই বিষয়ে হুগলির এক চাষি বলেন আলুর দাম খুব একটা ভাল নেই। তারা মনে করছেন সরকার এবং ব্যবসায়ীরা না কেনার জন্য এই পরিস্থিতি। আলুর ফলন হলেও যদি না‌য্যদাম পাই তাহলে কোল্ড স্টোরে রেখে দেব।তিনি বলছেন যদি এক কাঠাজমিতে চার বস্তাকরে আলু চাষ হয়। বস্তা পিছু বর্তমান দাম ২০০ থেকে ২৫০ টাকা যার ফলে এই দামের খরচা পর্যন্ত উঠবে না বলে জানিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন -  Holi 2023| Hooghly News|| মাহেশ জগন্নাথ মন্দিরের বসন্ত উৎসবে মানুষের ঢল, দেখুন উৎসবের নানা মুহূর্তের ছবি  

অন্যদিকে আরেক চাষি বলেন দাম না থাকার জন্য আমাদের মাথায় হাত পড়ে গেছে। ব্যাঙ্ক থেকে আর ঋণ নিয়ে কোনরকমে চাষ করলেও আলুর দাম নেই। তারা বলছেন কীভাবে সংসার চালাবেন এবং এই ঋণ শোধ করবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না চাষিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: চাষের খরচও উঠছে না, লাভ তো দূরের কথা, মাঠেই পরে আলু, চরম চিন্তায় চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল