হুগলি: ৬২৬ বছরের ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের দোল উৎসব উপলক্ষে সোমবার বিকালে বসন্ত উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে একটি বর্ণাঢ্য রঙিন শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন নাচের দল রবীন্দ্রনাথের বসন্তের গানের তালে তালে রঙিন আবির উড়িয়ে এগিয়ে যেতে থাকে দেড় কিলোমিটার দূরবর্তী মহেশ জগন্নাথ বাড়ির দিকে পড়ন্ত সূর্যের আলোয় এক মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়।
কয়েকশ শ্রীখোলের আওয়াজে চারিদিক মুখরিত হয়ে ওঠে। জগন্নাথ মন্দির সংলগ্ন জগন্নাথ দেবের স্নানপিরি মাঠে এদিন বিকেল থেকে শুরু হয়ে যায় বসন্ত উৎসবের সঙ্গীতা অনুষ্ঠান। ওই অনু্ঠানে বিভিন্ন নৃত্যের দল তাদের অনিন্দ সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানে আগত দর্শকদের মুগ্ধ করে দেয়। সঙ্গে ছিল গঙ্গোত্রী গঙ্গোপাধ্যায়ের মধুর কন্ঠের সংগীত।
আরও পড়ুনঃ মধ্যরাতে গোয়াল ঘরে অতর্কিতে ঢুকল কে? ছুটে এল গোটা গ্রাম, আতঙ্কে বাসিন্দারা
তবে সব থেকে বড় যে আকর্ষণ ছিল তসাম্প্রতিক কালের অন্যতম শিল্পী গুরুজিত সিং-এর গান। সুললিত কন্ঠে গুরু জিতের ভক্তিমূলক সংগীতের মূর্ছনায় সবাইকে মোহিত করে দেয় ।
এ প্রসঙ্গে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন মাঠে আজকে প্রভুর দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসব পালিত হচ্ছে। এ দিন বিকেল চারটে মাসির বাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহেশ জগন্নাথ মন্দির সংলগ্ন স্নানপীড়ি ময়দানে আসে তারপরে শুরু হয়ে যায় আবির খেলা। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে মাহেশবাসী মধ্যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় আমরা চাই আমাদের জগন্নাথ দেবের মাহাত্ম্য শুধু বাংলা নয় ভারত বর্ষ নয় সারা পৃথিবীতে যাতে তাঁর পুণ্য গাথা ইতিহাস ছড়িয়ে পড়ুক।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।